সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে আছে এমন এক রেলস্টেশন যেটির কো’নো না’ম নেই, অ’বা’ক হবেন জে’নে যে এটি পশ্চিমবঙ্গেই অবস্থিত

হিসেব বলছে দেশজুড়ে ভারতীয় রেলের প্রায় ৮০০০ স্টেশন রয়েছে। একটি স্টেশনকে অন্য একটি স্টেশন থেকে আলাদা করা হয় তার নাম এবং কোড নম্বর – এই দুই বিষয়ের মাধ্যমে। কিন্তু জানেন কি ভারতে এমন এক স্টেশন আছে যার কোনও নামই নেই! আর ভারতবর্ষ কেন বলছি, এই স্টেশন রয়েছে পশ্চিমবঙ্গেই।

সমগ্র ভারতবর্ষ জুড়ে যাতায়াতের অন্যতম প্রধান ও সবথেকে বড় মাধ্যম হিসেবে মানুষ ভরসা করে ভারতীয় রেলের উপর। প্রতিদিন নানা উদ্দেশ্যে মানুষকে এদিক ওদিক যেতে হয়, তখন যাতায়াতের সুবিধার্থে এই পরিষেবাকেই বেছে নেন তারা।

भारत में एक ऐसा रेलवे स्टेशन जिसका कई वर्षों से नहीं है कोई नाम, जिसके पीछे  है रोचक वजह

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এই নামহীন রেলওয়ে স্টেশনটি অবস্থিত। এই স্টেশনটি বাঁকুড়া-মাসগ্রাম রেললাইনে অবস্থিত। যদিও এই স্টেশনটি আগে ‘রায়না গড়’ নামে পরিচিত ছিল। তখন বোর্ডেও সেই নামই ছিল, এমনকি টিকিট দেওয়ার ক্ষেত্রেও এই নামেরই ব্যবহার হত।

 শেষ পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকদের কানে এই খবর পৌঁছানোর পর স্টেশনের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। যদিও জানিয়ে রাখি, এখনও টিকিটে স্টেশনের নাম রায়না গড়ই রয়েছে।  ছবি: সংগৃহিত

এখন এই স্টেশনে গেলে নাম-হীন গোত্রহীন ফাঁকা হলুদবোর্ডটিই যাত্রীদের চোখে পড়ে। আর সেই কারণেই দূর-দূরান্তের যাত্রীদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়।

এই নামহীন স্টেশনের আসল ঘটনাটি হল এই স্টেশনটি রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যবর্তী অংশে অবস্থিত। আর সেই কারণেই যখন এই স্টেশনের নাম ‘রায়না গড়’ রাখা হয়েছিল তখন নামের মিল থাকার জন্য রায়নার মানুষজন রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আর তখনই দুই গ্রামের মধ্যে শুরু হয় অশান্তি। সেই খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছেও।

 সারাদেশের নিরিখে দেখতে গেলে ভারতীয় রেলের প্রায় ৮০০০ স্টেশন রয়েছে দেশজুড়ে। একটি স্টেশনকে অন্য একটি স্টেশন থেকে আলাদা করা হয় দুটি বিষয়ের মাধ্যমে, একটি হল তার নাম এবং অন্যটি হল তার কোড নম্বর। কিন্তু এমন কোনও স্টেশন(Indian Station Without Name) যদি হয় যার কোনও নামই নেই! নাহ। কল্পনা নয়, বাস্তবেই রয়েছে এমন একটি স্টেশন।  ছবি: সংগৃহিত

এ প্রসঙ্গে রায়নার মানুষদের দাবি ছিল খানিকটা অদ্ভুত। তারা বলেছিলেন যেহেতু এই প্ল্যাটফর্মটি রায়না গ্রামের জমিতে তৈরি হয়েছে, তাই তার নামও রায়না হওয়া উচিত। এখনও টিকিটে স্টেশনের নাম রায়না গড় থাকলেও উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শে শেষ পর্যন্ত এই স্টেশনের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।