সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে জীবনবিমা পলিসি ১০০ জনের ম’ধ্যে মাত্র ৩ জনের আছে! আ’র্থি’ক সমীক্ষায় প্র’কা’শ

সংসদের সাধারণ বাজেট পেশ হওয়ার আগে সোমবার আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হল সংসদে। সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল। এই তথ্য অনুযায়ী ভারতে প্রতি 100 জনের মধ্যে মাত্র তিনজনের জীবন বীমা পলিসি আছে। 2019 সালে এই সংখ্যা ছিল প্রতি 100 জনের মধ্যে 2.82। অর্থাৎ সেই মাপকাঠিতে কিছুটা হলেও পলিসি ধারকের সংখ্যা বেড়েছে। জীবন বীমা কভারেজ বহির্ভূত পলিসিসহ কিউমুলেটিভ বীমা কভারেজের পরিমাণ রয়েছে 4.2।

এই পরিসংখ্যান অনুসারে প্রতি 100 জনের মধ্যে নন লাইফ ইন্সুরেন্স পলিসি আছে একজনের। যদিও এই সমীক্ষার রিপোর্ট আগের তুলনায় বেশ ভালো। 2011 সালের নন লাইফ ইন্সুরেন্স পলিসি 0.70। 2014 সালের তুলনায় বেশি জীবন বীমা পলিসি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি হয়েছে। 2011 সালে এই হার ছিল 3.4। 2014 তে তা কমে দাঁড়িয়েছে 2.6। 2021 সালে জীবন বীমার ক্ষেত্রে দেশ অনেকখানি পিছিয়ে রয়েছে।

2001 সালে বিমা গ্রাহকের সংখ্যা ছিল 2.71 শতাংশ। 2020 সালে তা বাড়তে বাড়তে 4.2 শতাংশে পৌঁছেছে। 2020 সালে ভারতে জীবন বীমার অংশীদারি ছিল 3.2 শতাংশ। নন লাইফ ইনসিওরেন্স সেখানে ছিল এক শতাংশ। জীবন বিমার ক্ষেত্রে 3.3 শতাংশ এবং নন লাইভ সেগমেন্টের ক্ষেত্রে 4.1 শতাংশ ছিল।

2021 সালের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় ঘোষণা করেন এবার একটি রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানিকে বেসরকারি হাতে তুলে দেবে কেন্দ্রীয় সরকার। যদিও সেই ঘোষণা অবশ্য কার্যকর করা হয়নি। তবে এলআইসি আইপিও ছাড়ার প্ল্যান করেছে মোদি সরকার। 2022 সালের 31 শে মার্চ এই আইপিও বাজারে আসার কথা। এতে দেশের অর্থভাণ্ডার ফের একবার চাঙ্গা হয়ে ওঠার আশা করছে সরকার।