সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশজুড়ে উৎসব স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, রয়েছে প্র’চু’র পুজো স্পেশাল, রইলো তালিকা

কার্যত দেশজুড়ে উৎসব স্পেশাল ট্রেন চালু করছে ভারতীয় রেল দপ্তর। দেশের বিভিন্ন জনে নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে। আগামী একুশে নভেম্বর পর্যন্ত এই উৎসব স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন রয়েছে সেই তালিকায়।

03757/03758 শিয়ালদহ-হরিদ্দার-শিয়ালদহ পূজা স্পেশাল (ভায়া ডানকুনি) : শনিবার থেকে শিয়ালদহ হরিদ্দার স্পেশাল ট্রেন চালু হচ্ছে। আগামী 27 নভেম্বর পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। প্রতি শনিবার দুপুর তিনটে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেন। পরদিন রবিবার সন্ধ্যা 6:15 মিনিটে ট্রেন হরিদ্বারে গিয়ে পৌঁছবে।

 

হরিদ্দার শিয়ালদহ ট্রেনের যাত্রা আগামী 28 নভেম্বর পর্যন্ত চলবে। হরিদ্বার থেকে প্রতি রবিবার রাত আটটা কুড়ি মিনিটে ট্রেন ছাড়বে। শিয়ালদহ পৌঁছাবে পরের দিন অর্থাৎ সোমবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ।

বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারানসি, লখনৌ, বরেলি, মোরাদাবাদ, লক্সার এবং হরিদ্দারে দাঁড়াবে এই ট্রেন।

টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনলাইনে কিংবা রেলের কাউন্টার থেকে টিকিট কাটা যাবে না। আবার তৎকালেও টিকিট পাবেন না যাত্রীরা। বিশেষ ট্রেনের জন্য অতিরিক্ত ভাড়া ধার্য করা হবে বলে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন ভারতীয় রেল দপ্তরে তরফ থেকে যে উৎসব স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে সেগুলি কোনগুলি।