Home টেক নিউজ TATA কোম্পানিকে ট’ক্ক’র দিতে কম টা’কা’র ইলেক্ট্রিক গাড়ি ভারতে আ’ন’ছে ফ্রান্সের সংস্থা,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TATA কোম্পানিকে ট’ক্ক’র দিতে কম টা’কা’র ইলেক্ট্রিক গাড়ি ভারতে আ’ন’ছে ফ্রান্সের সংস্থা, শুরু বুকিং

বর্তমানে দেশের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। একদিকে পেট্রোল ডিজেলের আকাশ ছোঁয়া দাম অন্যদিকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক গাড়ি। ভারতে ইলেকট্রিক গাড়ির ঘোষণা করেছে মাহেন্দ্রা। আর ইলেকট্রিক গাড়ি বাজারে রীতিমত বিপ্লব আনতে চলেছে টাটা মোটরস।

তাদের থেকে কোন অংশে কম নয় Citroen। খুব তাড়াতাড়ি তারা ভারতেই লঞ্চ করতে চলেছে তাদের লেটেস্ট মডেলের ইলেকট্রিক কার। ফেব্রুয়ারিতে শুরু হবে Citroen e3 গাড়ির ডেলিভারি। টাটা টিয়াগো EV কে শেয়ানে শেয়ানে টক্কর দিতে চলেছে তারা। ২০২২ সালে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে টাটা।

সেই মডেলের এক্স শোরুম প্রাইস শুরু হয়েছে ৮.৪৯ লাখ টাকা থেকে। Citroen ec3 টপ ভেরিয়েটে থাকবে ১০.২ টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে connectivity রয়েছে এই গাড়িতে। গাড়ি ড্রাইভার সিটের উচ্চতা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরো খবর: কেন সুবানকে ডি’ভো’র্স দিলেন? বি’চ্ছে’দ নিয়ে এবার সরাসরি সব প্রশ্নের উত্তর দিলেন তিয়াসা

ফোর স্পিকার অডিও সিস্টেম রয়েছে তার সঙ্গে পাবেন কানেক্টেড কার প্রযুক্তি ডুয়েল এয়ার ব্যাগ সহ আরো নানান নতুন প্রযুক্তির ছোঁয়া। দুটি ভ্যারিয়েন্ট এই গাড়ি লঞ্চ করা হবে। দুটি মডেল এই থাকবে ২৯.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। সামনের চাকায় থাকবে একটি ইলেকট্রিক মোটর।

মোটরের সর্বোচ্চ ৫৭ বি এইচ পি শক্তি এবং ১৪৩ এনএম টর্ক থাকবে। মাত্র সাড়ে ৬ সেকেন্ডে ৬০ কিঃমিঃ বেগে ছুটবে এই ইলেকট্রিক গাড়ি। ইকো এবং স্ট্যান্ডার্ড ড্রাইভিং মোটে এই গাড়ি চালানো হবে। এক চার্জে তিনশো কুড়ি কিলোমিটার ছুটবে এই গাড়ি। দুইটি চার্জিং অপশন থাকবে।

ডিসি ফাস্ট চার্জিং এবং এসি ফার্স্ট চার্জিং। প্রথমটায় ৫৭ মিনিটে ৮০ শতাংশ চার্জ হতে পারে। আর দ্বিতীয়টিকে সময় লাগবে ১০ ঘন্টা। সারা রাতেই এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সম্পূর্ণ করে পরের দিন সকালে বেরিয়ে পড়তে পারেন গন্তব্যে।