সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নামের পদবীতে অ’শ্লী’ল শব্দের মি’ল থাকায় কোথাও চাকরি পাচ্ছেন না তরুণী

অদ্ভুত নাম অথবা অদ্ভুত পদবীর কারণে অনেক সময় স্কুল অথবা কলেজে বহুবার উপহাসের সম্মুখীন হতে হয় অনেককে। এমন অভিজ্ঞতা আমাদের মধ্যে অনেকেরই হয়েছে। কিন্তু উপহাস করা এক রকম, অদ্ভুত পদবীর কারণে চাকরি পেতে সমস্যা হয়েছে, এমন ঘটনা খুব কমই শুনতে পাওয়া গেছে। সম্প্রতি এমনই একটি ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী। শুধুমাত্র পদবী সঙ্গে অশ্লীল শব্দের মিল থাকায় কোথাও চাকরি পাচ্ছেন না তিনি।

অসমের গুহাটির বাসিন্দা ওই তরুণী। নাম প্রিয়াঙ্কা। মেয়েটি আদিবাসী সম্প্রদায়ের। প্রিয়াঙ্কা যে সম্প্রদায়ের সেখানে দু’ধরনের পদবীর ভীষণভাবে চল রয়েছে। তারই একটি ‘ _ তিয়া”। মেয়েটির দাবি অনুযায়ী, যখনই কোন চাকরির ফর্ম ফিলাপ করছেন, তখনই তার পদবীর জন্য অনলাইন সফটওয়্যার সেটাকে অশ্লীল শব্দ হিসেবে চিহ্নিত করে বাতিল করে দিচ্ছে। ফলে আবেদন করেও নাম না লিখতে পারার জন্য আবেদন ক্যান্সেল হয়ে যাচ্ছে।

শুধুমাত্র ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে নয়, অনেক বেসরকারি সংস্থাও তাঁর পদবীর জন্য আবেদনপত্র বাতিল করে দিয়েছে। শেষমেষ উপায় না পেয়ে মাধ্যমে নিজের সমস্যার কথা জানান প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানান, যখনই কোন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখনই উপহাসের শিকার হতে হচ্ছে তাকে। লোকজনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছেন তিনি, এটি কোন অশ্লীল শব্দ নয়। নিছক একটি পদবী। আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ এই পদ্ধতি ব্যবহার করেন।

শেষমেষ একটি সংস্থায় তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। কিন্তু এখনও চাকরি পাবেন কিনা তা নিয়ে সংশয়তে আছেন প্রিয়াঙ্কা।