সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লেন্স পরে ঘুমিয়ে পড়ার খেসারত দি’তে হ’লো যুবককে! ঠিক কি হ’লো?

আপনি কি কন্টাক্ট লেন্স পড়েন? তবে এই খবরটা আপনাকে রাতে ঘুমোতে দেবে না। কন্টাক্ট লেন্স পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলেন এক যুবক সকালবেলা উঠে তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না। আমেরিকার ফ্লোরিডা শহরের বাসিন্দা ওই যুবকের নাম মাইক। তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন ৭ বছর ধরে কন্টাক্ট লেন্স পড়েন।

প্রতিদিন লেন্স পড়ে তিনি ঘুমিয়ে পড়তেন মাঝেমধ্যেই তার চোখ লাল হয়ে যেত কিংবা অ্যালার্জির সমস্যায় ভুগতেন। তবে কিছুদিনের মধ্যেই ঘটে গেল এক অন্য ঘটনা। ঘুম থেকে উঠে বুঝতে পারলেন তার চোখে দৃষ্টি নেই। এক ধরনের পরজীবী পাওয়া গিয়েছে তার চোখে।

মাংসাশী ওই পরজীবী নাকি তার ডান চোখে বাসা বেধেছে। কিন্তু কেন এমনটা হল জানেন চোখে ময়লা জমলেই বা ব্যাকটেরিয়া বাসা বাধলে ওই চোখের জলে সেই সব সংক্রমনের ঝুঁকি বেশি হয়। আবার যারা দীর্ঘ সময় ধরে কন্টাক্ট লেন্স পড়েন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা আরো বেড়ে যায় বিশেষ করে কর্নিয়াল আলসারের সম্ভাবনা তৈরি হয়।

আরো খবর: মেট্রোর খননকা’র্য করার সময় হঠাৎই অ’দ্ভু’ত আওয়াজ! মিললো বি’রা’ট পরিমাণ গুপ্তধন

চোখ লাল হয়ে যায় তীব্র যন্ত্রণা এবং অস্বস্তি সবটাই হয়।। এমনকি অন্ধত্বের হার বাড়তে পারে। যারা নিয়মিত লেন্স পড়েন তাদের এই সংক্রমণের হাত থেকে বাঁচতে হবে কিভাবে জানেন। কতক্ষণ লেন্স পড়ে থাকতে পারবেন সেই সংক্রান্ত পরামর্শ নিন চিকিৎসকের কাছে।

তিন মাস অন্তর লেন্স রাখার পাত্রটি বদলে ফেলুন। কন্টাক্ট লেন্স সবসময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে রাখতে হবে। চোখে কোনরকম অস্বস্তি হলে লেন্স খুলে ফেলতে হবে অনেক সময় কম দামি লেন্স দীর্ঘ সময় ব্যবহার করলে এই সংক্রমণ হয়।

যদি কারোর চোখ সুস্থ থাকে তবে সেক্ষেত্রে লেন্স না পড়াই ভালো। চোখের মধ্যে অযথা হাত দেওয়া বন্ধ করতে হবে। কন্টাক্ট লেন্স পড়ে কখনো সাঁতার কাটবেন না আর মেকাপ করবার আগে ভুলেও কখনো কন্টাক্ট লেন্স পড়বেন না।