সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বি’ষা’ক্ত সাপের ডিম সোশ্যাল মিডিয়ায় ছ’ড়ি’য়ে পড়তেই তোলপাড়! দেখে নিন

এখন তো শুধু সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুর ছবি পোস্ট করার অপেক্ষা। রাতারাতি তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার হওয়া এক আশ্চর্যজনক ডিমের ছবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। এটি যে সে ডিম নয়, বিশ্বের অন্যতম বিষাক্ত সাপের ডিম। সাপটির নাম ইস্টার্ন ব্রাউন। এই সাপটি বর্তমানে বিরল প্রজাতির।

সর্প বিশেষজ্ঞদের মতে, এই সাপটি লম্বায় সাত ফুট পর্যন্ত হতে পারে। এই সাপটি মূলত অস্ট্রেলিয়ার জঙ্গলেই দেখা যায়। এই সাপ যদি কোনো ব্যক্তিকে কামড়ায় তাহলে ওই ব্যক্তিকে বাঁচানো প্রায় অসম্ভব। কারণ এই সাপের বিষ সরাসরি মানুষের শরীরের রক্তনালীতে সরাসরি প্রবেশ করে মানুষের দেহের রক্ত চলাচল বন্ধ করে দেয়।

ফলে সাপ কামড়ানোর কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে সেই মানুষ মারা যায়।  সোশ্যাল মিডিয়ায় ডিমের ছবিটি আপলোড করেছেন অস্ট্রেলিয়ার স্নেক ক্যাচার গ্রুপের মালিক শন ক্যাড। তবে আশ্চর্যের বিষয়, একসাথে প্রায় ২৩টি ডিমের ছবি সোশ্যাল মিডিয়ায় তাঁর পেজে আপলোড করেছেন তিনি।

এ প্রসঙ্গে শন ক্যাড বলেন, ওই ডিমগুলি বিশ্বের দ্বিতীয় বিষাক্ত সাপ ইস্টার্ন ব্রাউন স্নেকের। জানা গেছে, ওই ব্যক্তি ওই মারাত্মক বিষধর ইস্টার্ন ব্রাউন সাপ ধরে তাঁর ব্যাগে রেখে দিয়েছিলেন। ওই ব্যাগের মধ্যেই মাত্র কয়েকদিন আগে তিনি ওই ডিমগুলি দেখতে পান।

এ বিষয়ে শন আরও বলেন, জোরালো আলো জ্বালিয়ে ইস্টার্ন ব্রাউনের ডিমগুলি প্রথমে পর্যবেক্ষণ করেন তিনি। প্রথমে বেশ ভয় লাগলেও শেষ পর্যন্ত তিনি লক্ষ্য করেন ডিমগুলি বেশ আশ্চর্যজনক।

কারণ ওই ডিমগুলি অন্যান্য পাখি কিংবা মুরগির ডিমের থেকে অনেক নরম প্রকৃতির। শুধু তাই নয়, ওই ২৩টি ডিমের মধ্যে ৬টি ডিম ফেটে যাওয়ার মতো পরিস্থিতিতেও ছিল।

এরপর ডিমগুলি আরও ভালোভাবে খুঁটিয়ে দেখার পর শন বলেন, ডিমগুলির ভিতরে অতীব সূক্ষ্ম রক্তজালিকা রয়েছে এবং বাইরের আবরণের মধ্যে দিয়েও ভেতরের বিষাক্ত প্রাণীটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর শন ক্যাডের কথায়, ওই ডিমগুলি ফাটার জন্য বাতাসের আর্দ্রতার প্রয়োজন। শন ক্যাড এর শেয়ার করা ইস্টার্ন ব্রাউন স্নেকের ডিমের ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।