সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কখনো ভা’ব’তে পারিনি যে ছেলের সামনে গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল খেলবো, টেনিসকে বি’দা’য় জানালেন সানিয়া

টানা ১৮ বছর ধরে নিজেকে নিংড়ে দেওয়ার পর টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন সানিয়া মির্জা। আর সেই অবসর ঘোষণা করার সময়ই চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে বসবেন তিনি এই সময়, তার জন্য নিজেকে আগেই প্রস্তুত করেছিলেন।

কিন্তু চূড়ান্ত সময়ে নিজের চোখের জলকে ধরে রাখতে পারলেন না তিনি। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে হেরে যান তিনি, আর সেই খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময়েই তিনি কথা বলতে গিয়ে একেবারে কেঁদেই ফেললেন।

প্রথমে তিনি হাসি দিয়ে কথা শুরুকরলেও পরে তিনি কেঁদে ফেলেন। তবে সানিয়ে তার কথা বলার শুরুতেই বলেন, আমি যদি কাঁদি তাহলে এটা আমার কষ্টের কান্না হবে না , এটা আমার আনন্দাশ্রু হবে।

আরো খবর: পদ্মশ্রী পু’র’স্কা’রে সম্মানিত হলেন রবিনা ট্যান্ডন

তবে আমি সময় নেব না ব্রাজিলের জুটি দারুন খেলেছে। সানিয়া মির্জা বলেন, আমি আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে চেয়েছিলাম , কারণ আমি যখন প্রথম টুর্নামেন্ট খেলি, তখন আমার বয়স ছিল ১৮।

আমার পেশাদার টেনিস যেখানে শুরু হয়েছিল( তারপরেই তিনি কেঁদে ফেলেন)।মেলবোর্নে বারবার ফিরে আসা, কয়েকটি ট্রফি জেতা, আপনাদের সামনে দুর্দান্ত ফাইনালে ম্যাচে খেলা সেটা এক দারুন অনুভুতি।

আমার জীবনে রড লেভার এরিনা অত্যন্ত বিশেষ জায়গা দখল করে আছে, তাই আমার মনে হয়েছে আমার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলার জন্য এর থেকে আর ভালো জায়গা হত না।