সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে ব’ড়ো ফুল, ওজন প্রায় ১০ কেজি, হ’ত্যা করতে পারে মানুষকেও!

কথায় বলে, ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি হল ফুল। সেই ফুল যদি হয় ভয়ংকর তবে কেমন লাগবে! পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ংকর ফুল। যে ফুল দিয়ে খুন করা যায় মানুষ। কোন অস্ত্র থেকেও কম নয় এই ফুল। ইন্দোনেশিয়ায় দেখা মেলে ফুলের। শুনতে অবাক লাগলেও এই ফুলটি হল রাক্ষস প্রজাতির। এই ফুলটি রাফলেশিয়া প্রজাতির। ফুলের ওজন ১০ থেকে ১১ কেজি। সাধারণত এমন ২৮ রকমের ফুল দেখা যায় পৃথিবীতে। এর মধ্যে একটি হলেও রাফলেশিয়া তুয়ান মুদায়।

দুই বছর আগে ইন্দোনেশিয়া এই ফুলের দেখা মিলেছিল। ওই ফুলের পরিধি ১১১ সেন্টিমিটার । ফুলের ওজন ছিল ১২ কেজি। এই ফুলটিকে ইন্দোনেশিয়ার জাতীয় ফুল বলেও গণ্য করা হয়। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় এই ফুলের দেখা পাওয়া গিয়েছিল। মাংসাশী ফুল বলে পরিচিত এই ফুল। এই ফুলের কাছাকাছি পৌঁছতে পারবেন না।

সুন্দর মনে হলেও এই ফুলের মধ্য দিয়ে বের হয় পচা মাংসের গন্ধ। পচা মাংসের গন্ধ পেয়ে মশা মাছিদের উৎপাত শুরু হয় ফুলের চারিধারে। বিভিন্ন পোকা মৌমাছি ও মাছিরা এই ফুলের গায়ের কাছে ঘেষলেই ফুলের আঠালো পদার্থ তাদের আকৃষ্ট করে তাদের রস শুষে নেয়। এই ফুলের আয়ু কিন্তু খুব কম মাত্র এক সপ্তাহ।

আরো খবর: ডেটা স্পি’ডে গো’টা বিশ্বকে বি’রা’ট চমক দি’লো ভারত, কোন দেশ প্রথম স্থা’নে?

কিন্তু এই ফুলের নামকরন কে করেছিলেন জানেন! এক ইংরেজ সাহেব এই ফুল আবিষ্কার করেছিলেন বহু বছর আগে। তিনি এই ফুলের নামকরণ করেন। তার নাম ছিলো স্যার সানফোর্ড রাফলেস। তার নামানুসারে এই ফুলের নামকরণ করা হয়। এই ফুলের গন্ধ পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূর থেকে।

ইন্দোনেশিয়ার মানুষের স্থানীয় বিশ্বাস, এই ফুল আসলে দেশের দুর্ভাগ্য বহন করে। রাক্ষসের মত মানুষের সুখ-শান্তি খেয়ে নেয় এই ফুল। তাই এই ফুল ফুটলে ভয়ে কাঁটা হয়ে থাকেন ইন্দোনেশিয়ার বাসিন্দারা। মরা মানুষ বা পশুর দেহের উপরেও এই ফুল ফোটে।