সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের প্রথম হাইড্রোজেন গাড়ি প্র’কা’শ্যে আনলেন নীতিন গড়করি, দেখে নিন

ভারতে প্রতিনিয়ত বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। তাই সাধারণ মানুষ পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে CNG-এর মতো জ্বালানির ওপর নির্ভর করতে শুরু করেছেন। এরই মধ্যে দেশে হাইড্রোজেন গাড়ির ব্যবহারও সামনে এসেছে।

এমনকি বুধবার এই হাইড্রোজেন গাড়িতে করেই সংসদে পৌঁছেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এই প্রসঙ্গে গড়করি জানিয়েছেন যে, আত্মনির্ভর হওয়ার পথে আমরা গ্রিন হাইড্রোজেন প্রস্তুত করেছি।

এই গাড়িটি তারই একটি পাইলট প্রকল্প। এখন দেশেই তৈরি হবে সবুজ হাইড্রোজেন। এতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।সরকার এর জন্য ৩০০০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছে।

আরো পড়ুন: ১ এপ্রিল থেকে আমজনতার প’কে’টে আরো টা’ন প’ড়বে’! জানুন কি কি পরিবর্তন ঘ’ট’বে

শীঘ্রই ভারত সবুজ হাইড্রোজেন রফতানি করবে বলেও মনে করেছেন তিনি। পাশাপাশি, যেখানেই কয়লা ব্যবহার করা হচ্ছে সেখানে বিকল্প হিসেবে সবুজ হাইড্রোজেন ব্যবহার করা যাবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এই হাইড্রোজেন গাড়ির ট্যাঙ্কটি একবার পূর্ণ হয়ে গেলেই, তা প্রায় ৬৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে। হিসেব অনুযায়ী, এই হাইড্রোজেন গাড়িতে প্রতি কিলোমিটারে ২ টাকা খরচ হবে। এছাড়াও, মাত্র ৫ মিনিটের মধ্যেই জ্বালানি পূরণ করা যাবে এই গাড়িতে।