সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের সবথেকে বে’শি ওজনের আলু মি’ল’লো নিউজিল্যান্ডে, DNA টেস্ট হতেই আসল স’ত্য সামনে এ’লো

এতদিন জেনে এসেছেন মানুষ অথবা অন্য কোন জীব নতুন নতুন রেকর্ড তৈরি করে কিন্তু কোনদিন কি জেনে এসেছেন কোন সবজি অথবা ফল রেকর্ড তৈরি করতে পারে? সম্প্রতি একটি রেকর্ড তৈরি করে ফেলল আস্ত একটি আলু। ঠিকই শুনছেন। নিউজিল্যান্ডে বসবাসকারী এক বয়স্ক দম্পতি বাগান পরিচর্যা করার সময় এই অদ্ভুত আবিষ্কার করেছেন।

বিশ্বের সবথেকে বেশি ওজনের আলু উৎপাদন করে ইতিমধ্যেই। কিন্তু কিভাবে ওই দম্পতি সবথেকে বড় ওজনের আলো ছড়িয়েছেন তা জানার পর প্রকাশ্যে এসেছে আরও একটি সত্য ঘটনা। যে ঘটনা শুনে রীতীমতো হতবাক হয়ে গেছেন উৎপাদক দম্পতি নিজেরাই।

বয়স্ক দম্পতি বাগানি দুই বা তিন কেজির সাধারণ আলো নয় বরং ৭.৭ কেজির একটি আলু উৎপাদন করেছেন। কিন্তু কীভাবে এই বড় আলু উৎপাদন হয়েছে তা জানার জন্য আলুর ডিএনএ পরীক্ষা করা হয়। ফলস্বরূপ জানা গেছে, এটি কোন আলু নয়। বরং এটি লাউয়ের একটি প্রজাতি।

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে আসল খেলা হ’বে, বিজেপিকে ভ’য় দেখালেন মমতা

ওই দম্পতির নাম কলিং ক্রেগ ব্রাউন এবং ডোনা ক্রেগ ব্রাউন। দীর্ঘদিন ধরে চাষ করার পর মাটি খুঁড়ে এই আলুটি বের করে আনেন তারা।

প্রথমে অনেক কষ্টে মাটি খোঁড়ার পর হাতে বাদামী রঙের পাথরের মতো একটি টুকরো খুঁজে পান তিনি। সামান্য একটি টুকরো খাবার পর কলিন নিশ্চিত হন যে এটি একটি আলু। আলুর নাম রাখেন ডুগ।

ফেসবুকে ওই আলুর ছবি শেয়ার করেন তিনি। তারপর থেকে জনসাধারণের মধ্যে হইচই পড়ে যায়। কিন্তু এখানে ঘটে গেল আরেকটি বিপত্তি।

আরো পড়ুন: অ’বা’ক জলপান! হাতের তালু থে’কে জল খাচ্ছে ভ’য়’ঙ্ক’র সাপ, ভিডিও ভাইরাল

সকলের নির্দেশে বিশ্ব রেকর্ডের জন্য আবেদন করেন ওই বৃদ্ধ স্বামী-স্ত্রী। বিশ্বরেকর্ডের জন্য ইমেইল করার সময়ে তারা একেবারে নিশ্চিত ছিলেন যে বাগানে জন্মানো আলুটি এই বিশ্বের সবথেকে বৃহত্তম আলু।

ছবি এবং নমুনা দেখার পর ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওই আলু ডিএনএ পরীক্ষা করার জন্য আসেন। কিন্তু ডিএনএ পরীক্ষা করে জানা যায় যে এটি কোন আলু নয়, এটি লাউ প্রজাতির একটি সবজি যা মাটির ভেতরে জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবে ওই দম্পতি ভীষণভাবে হতাশ হয়ে পড়েন। বর্তমানে সবথেকে বড় আলুর রেকর্ড হলো ১১ পাউন্ড।