সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের প্রথম SMS বি’ক্রি হ’লো ৯১ লক্ষ টা’কা’য়, কি লেখা হয়েছিল তাতে?

স্মার্টফোনের রমরমার এই যুগে মেসেজ বলতে গেলে সাধারণ মানুষের কাছে ব্রাত্য হয়ে গিয়েছে। এখন আর কেউ মেসেজ করতেও চান না। 1992 সালের তেসরা ডিসেম্বর বিশ্বের প্রথম এসএমএস পাঠানো হয়েছিল। বর্তমানে সেই মেসেজ নিলাম হল চড়া দামে। বিশ্বের প্রথম এসএমএস নিলামে তুললো ভোডাফোন।

91 লক্ষ টাকা দিয়ে একজন ব্যক্তি বিশ্বের প্রথম এসএমএস কিনে নিলেন। এই মেসেজ বিক্রি করা হয়েছে নন ফানজিবল টোকেন এনএফটি হিসেবে। ব্লকচেইন নামের একটি ডিজিটাল লেজারে সংরক্ষিত ডেটল ইউনিটকে এই নামে ডাকা হয়। এবার সেখানেই বিশ্বের প্রথম মেসেজ বিক্রি হলো।

SMS

বিশ্বের প্রথম মেসেজে কী লেখা ছিল? আজ থেকে প্রায় 29 বছর আগে প্রোগ্রামার নিল পাপওয়ার্থ তার সহকর্মী রিচার্ড জার্ভিসকে লিখে পাঠিয়েছিলেন মেরি ক্রিসমাস। এই টেক্সট মেসেজকে এবার এনএফটি রূপে তার ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি পেয়ে গিয়েছেন একটি সার্টিফিকেট। তার সঙ্গে একটি ডিজিটাল ছবি এবং ফোনের স্ক্রিনে ফুটে ওঠা ইনকামিং মেসেজের প্রতিরূপ রয়েছে।

সাত লক্ষ 50 হাজার ডলারের বিনিময়ে এর আগেও প্রথম ঊইকিপিডিয়া এইভাবে নিলামে তোলা হয়েছিল। ডিজিটাল আর্ট, মিউজিক কম্পোজিশন কিংবা সংগ্রহযোগ্য কার্ডকেও এভাবে বিক্রি হতে দেখা যায়। মেসি, রোনালডোর মতো তারকা মতো তারকারাও আজকাল এক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন।