সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের আশ্চর্য জী’ব, এরা ভা’ই’রা’স খেয়েই খিদে মে’টা’য়! অ’বা’ক বিজ্ঞানীরা

ভাইরাস যে শব্দটা শুনলেই ভয়ের আতঙ্ক তৈরি হয়। করোনা মহামারীতে এই ভাইরাসই গোটা পৃথিবীকে যেন ঘর বন্দী দিয়ে করে দিয়েছিল। এই ধরনের ভাইরাসকেও খেয়ে জলভাত করে দিতে পারে এমন জীবও পৃথিবীতে রয়েছে। এরকমই একটি আণবিক জীবের সন্ধান পাওয়া গেছে আমেরিকার নেবারস্কার লিংকন বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই আণবিক জীবের সন্ধান পেয়েছেন।

বলতে গেলে এই জীবের প্রথম সন্ধান পাওয়া গেছে কি ধরনের জীবেরা হালতেরিয়া জাতীয় প্রজাতি। হালতেরিয়া হলো অণুবীক্ষণিক সিলিয়া জাতির জীব। এদের দৌলতেই গোটা বিশ্ব পরিষ্কার জল পেয়ে থাকে। গবেষকরা দাবি করে জানিয়েছেন, এই জীব খেয়ে ফেলতে পারে ক্লোরোভাইরাসকে।

শুধুমাত্র ভাইরাস খেয়ে এরা শারীরিক বৃদ্ধি এবং বংশবিস্তার করতে পারে। এই সংক্রান্ত গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমী অফ সায়েন্সের জার্নালে। গবেষকদের মতে, এই ধরনের ভাইরাসকে খাদ্য শৃংখলের শীর্ষ ঘাতক হিসেবে রাখা হয়েছে।

আরো খবর: সামনে ম’দ দেখলেই নিজেকে সামলাতে পা’রেন না? আ’স’ক্তি কা’টা’বে’ন কি করে?

এই ধরনের ভাইরাসটা ভয়াবহ জীবকেও লাঞ্চ অথবা ডিনার করে ফেলার মত ক্ষমতা রাখতে পারে। গবেষণা পত্রের অন্যতম লেখক ডেলং জানিয়েছেন, এই গবেষণা একটি পুকুরে করা হয়েছে। যেখানে আদ্য প্রাণীদের সঙ্গে ক্লোরো ভাইরাসও রাখা হয়েছিল।
কিন্তু দুদিন পর দেখা যায় তাদের সংখ্যা কমে যাচ্ছে।

দেখা যায় খাবার না পেয়ে হালতেরিয়া ঐ ভাইরাসদের খাদ্য হিসাবে গ্রহণ করছে। একটি আবিষ্কারে উচ্ছ্বসিত গবেষকরা তারা চাইছেন এই ধরনের জীবদের নিয়ে আরো পরীক্ষা ভবিষ্যতে চালাতে। এখন প্রশ্ন হচ্ছে, খাদ্যের চাহিদার জন্যই কি তারা ভাইরাসদের খেয়েছিল নাকি প্রকৃতপক্ষেই তারা স্বাভাবিকভাবেই খেয়েছিল।