সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাঁতার প্রতিযোগিতায় দেশের না’ম উ’জ্জ্ব’ল করলেন মাধবন পুত্র, জিতলেন রুপোর পদক

বাবার মুখ উজ্জ্বল করলেন আর মাধবনের ছেলে বেদান্ত। সাঁতারের জন্য একের পর এক পদক জিতে ফেলেছেন তিনি। ড্যানিশ ওপেন 2022 সাঁতার প্রতিযোগিতায় তিনি পেয়েছেন রুপোর পদক।

সোশ্যাল মিডিয়াতে এই গৌরবময় মুহূর্তের ভিডিও শেয়ার করে নিয়েছেন মাধবান। বাবা এবং ছেলেকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।

পনেরশো মিটার ফ্রিস্টাইল ইভেন্টের রুপোর পদক জিতেছে বেদান্ত। মাত্র 15 মিনিটে তিনি প্রতিযোগিতা জিতে নিয়েছেন। বেদান্তের প্রশিক্ষকদের এর জন্য ধন্যবাদ জানিয়েছেন মাধবান।

ক্রীড়া জগতে ইতিমধ্যেই বেদান্তের নাম উঠে এসেছে। সুইমিং চ্যাম্পিয়নশিপে সাতটি পদক জিতেছে সে। এবার অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছে বেদান্ত।

আরো পড়ুন: উপনির্বাচনে হা’রে’র কারণে দলের অন্দরে বি’ক্ষো’ভে’র মু’খে সুকান্ত-শুভেন্দু, হয়তো খু’শি দিলীপ-লকেটরা!

বর্তমানে দেশে অলিম্পিক প্রস্তুতির জন্য উপযুক্ত ব্যবস্থাপনা নেই বলে মত প্রকাশ করেছেন মাধবান। ছেলেকে অলিম্পিকের জন্য তৈরি করতে দুবাই পাড়ি দিচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন মুম্বাইয়ে বড় বড় সুইমিং পুল গুলি রয়েছে সেগুলি করোনার জন্য বন্ধ নাহলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

তাই বড় সুইমিং পুলের জন্য দুবাইতে আসা। জাতীয় স্তরের সুইমিং চ্যাম্পিয়ন বেদান্ত এবার থেকে অলিম্পিকের প্রস্তুতি শুরু করবে দুবাইতে।

অভিনেতা জানিয়েছেন তার ছেলে অভিনয়ে আসতে আগ্রহী নয়। তিনি চিরদিন তার সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। ছেলের খেলার প্রতি আগ্রহ দেখে তাকে সেভাবেই প্রস্তুত করতে চান অভিনেতা।