সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী বছরের ছুটির তা’লি’কা প্রকাশ করলো নবান্ন, ছুটি বে’শি না ক’ম?

কিছুদিন আগেই বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব পালন হয়েছে। আর দুদিন পরেই দীপাবলি পালন করা হবে। আর এই সব মিলিয়েই গোটা রাজ্যের মানুষ একটা ছুটির আমেজে আছে। পর পর এত গুলো ছুটিতে যে যার মতো প্ল্যানও করছেন আর এরকম এক সময়েই আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করলেন পরের বছরের ছুটির তালিকা।

কবে কবে থাকছে ছুটি সেগুলো তো বলা হয়েছেই তার পাশাপাশি জানানো হয়েছে যে, বেশ কিছু এক্সট্রা ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কি কি দিন ছুটি থাকছে আসুন জেনে নেওয়া যাক। এবং কি কারণে ছুটি দেওয়া হচ্ছে সেগুলোও জানা যাক। মূলত, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট (এনআই) আইনের ২৫ নম্বর ধারা মেনে পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে।

এই আগামী বছরের ছুটির তালিকা অনুযায়ী জানুয়ারি মাসের ১২ তারিখ বিবেকানন্দের জন্মদিন, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে সরকারি দফর। পরের বছর সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। এর পর মার্চের ৭ তারিখ দোলযাত্রা উপলক্ষে ছুটি। এপ্রিলে ছুটি রয়েছে পাঁচ দিন। ৭ এপ্রিল গুড ফ্রাইডে, ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী, ১৫ এপ্রিল নববর্ষ, ২২ এপ্রিল ইদ-উল-ফিতর।

এছাড়াও, মাসে তিন দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরে। ১, ৫ এবং ৯ তারিখ রয়েছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস। জুন, জুলাই, অগস্টে এক দিন করে ছুটি। ২৯ জুন বকরি ইদ, ২৯ জুলাই মহরমের ছুটি। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে। ১৪ অক্টোবর মহালয়ার ছুটি। দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর। ২২ অক্টোবর, অষ্টমী রবিবার। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর ছুটি।

১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটি। কিন্তু এই ছুটি গুলো ছাড়াও কিছু অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সেগুলি হলো – কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকবে।

সরস্বতী পুজোয় আমরা সাধারণত একদিন ছুটি পাই তবে এবার থেকে আগের দিন ২৫ জানুয়ারি থাকবে ছুটি। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজে ছুটি থাকছে।

দুর্গাপূজা নিয়েও বিশেষ ঘোষণা রয়েছে। আগামী বছর থেকে ১৮ ই অক্টোবর চতুর্থী থেকে দুর্গাপুজোর ছুটি দেওয়া হবে। এছাড়াও দশমীর পরে যেমন পূজো শেষ হয়ে যায় তেমনটা হচ্ছে না ২০২৩ সালের ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে সরকারি দফতরে। এরপর ১২ নভেম্বর কালীপুজো। সেই দিন রবিবার।

কালীপুজো উপলক্ষে তাই অতিরিক্ত ছুটি থাকছে ১৩ এবং ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ১৬ নভেম্বরও থাকছে ছুটি। ছটপুজো ১৯ নভেম্বর। সেদিন রবিবার হওয়াতে ছুটি থাকবে পরের দিন, ২০ নভেম্বর। আরো কিছু ছুটি রয়েছে, যা সকল রাজ্য সরকারি কর্মী পাবেন না।

৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন আদিবাসীরা। এই হলো আগামী বছরের টোটাল ছুটির তালিকা। তবে রাজ্য সরকারের অধীনে থাকা সব দফতরেই এই তালিকা মেনে ছুটি থাকলেও এক মাত্র কলকাতায় কালেকটরের দফতর এবং রেজিস্ট্রারের দফতরে এই তালিকা মেনে ছুটি হবে না।