সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধ্বং’সে’র পথে পৃথিবী, আবহাওয়ার রি’পো’র্ট নিয়ে আ’শ’ঙ্কা প্রকাশ করলো রাষ্ট্রসংঘ

খরা, মহামারী, ঘূর্ণিঝড়, সব মিলিয়ে যেন উঠে আসছে সমূহ বিপদ। অদূর ভবিষ্যতে ধ্বংসের দিকে এগিয়ে চলেছি আমরা। কিন্তু তবুও আমরা এই সমস্যাকে গুরুত্ব দিতে নারাজ। এই অসচেতনার ফলে অদূর ভবিষ্যতে মানুষের জীবনে নেমে আসবে দুর্দিন। পরিস্থিতি আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাচ্ছে। ভীষণভাবে জলবায়ুর পরিবর্তন অশনি সংকেত এর পূর্বাভাস দিচ্ছে।

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা আরও কিছু ডিগ্রী বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই পৃথিবীর জলবায়ুর প্রভাব ক্ষতি হবে। এ রিপোর্ট সম্পর্কে বলতে গিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, পৃথিবী যে পথে চলছে, তাতে খুব তাড়াতাড়ি সর্বনাশ নেমে আসতে পারে

6 বছর আগে প্যারিস জলবায়ু চুক্তি সময়ে আমরা যে তাপমাত্রার লক্ষ্যমাত্রা রেখেছিলাম, দুর্ভাগ্যবশত তা ধরে রাখতে পারিনি। টার্গেটে পৌঁছতে যে টুল প্রয়োজন, তা আমাদের কাছে আছে। কিন্তু যেটা নেই, তা হল সময়।

এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় বলতে গিয়ে তিনি বলেন, এটা পরিস্কার হয়ে গেছে, সকলকে সমান দায়িত্ব পালন করতে হবে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে নিজেদের মতো টার্গেট তৈরি করে নিতে হবে, লক্ষ্য পূরণের দিকে এগোতে হবে আমাদের।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে কাজ করবে যাতে এই দশকের শেষে ৩০% মিথেন নিঃসরণ কমানো যায়। এই ধরনের সচেতনতা বাড়াতে হবে আমাদের নিজেদের। তবেই ভালো ফলাফল পেতে পারি আমরা।