সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসময় বলেছিলেন গীতা তার জীবনের অ’র্থ ব’দ’লে দিয়েছে, কি জেনেছিলেন উইল স্মিথ?

অস্কার মঞ্চে কমেডিয়ানের গালে সজোরে থাপ্পর কষানো নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। অভিনেতা উইল স্মিথকে নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় উইল স্মিথের প্রতিক্রিয়া নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত রাখছেন নেটিজেনরা।

তবে এমতাবস্থায় উইল স্মিথের সনাতন ধর্ম প্রীতি নিয়েও চর্চা হচ্ছে। এই হলিউড অভিনেতা গীতার প্রতি অনুরক্ত। উইল স্মিথ বেশ কয়েক বছর আগে অভিনেতা হিসেবে ভারত ভ্রমণে এসেছিলেন একবার।

এখানে এসে সনাতন ভারতবর্ষের সঙ্গে তার পরিচয় ঘটে। তিনি গীতা পড়েছেন। অর্জুনকে নিয়েও রীতিমতো পড়াশোনা করেছেন। গীতা পড়ে অর্জুন এবং কৃষ্ণের কথার মাধ্যমে জীবনের সারবত্তা বুঝতে পেরেছেন। আধ্যাত্বিক ভারত তাকে টেনেছে।

আরো পড়ুন: এই প্রথম কাশ্মীর ডাল লেকের তী’রে ফ্যাশন শো অনুষ্ঠিত হ’লো, রইলো ছ’বি

2019 সালে উইল স্মিথ ‘বাকেট লিস্ট’ ছবির শুটিংয়ের জন্য ভারতে এসেছিলেন। সেই সময় হরিদ্বারে তার রুদ্রাভিষেক হয়। সকলের সঙ্গে মিলে গঙ্গা আরতিও দেখেছিলেন তিনি।

ভারত দর্শনের সেই সমস্ত ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্মিথ ক্যাপশনে লিখেছিলেন তার ঠাকুমা বলতেন অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বর শিক্ষা দেন‌। ভারত ভ্রমণে নানারং, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষকে দেখে তিনি শিল্প, সনাতন সত্য এবং নিজেকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

উইল স্মিথ নিজেকে অর্জুনের জায়গায় রেখে গীতা থেকে কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করার শিক্ষা পেয়েছেন বলে দাবি করেন। উইল স্মিথের কাছে দুনিয়ার শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন।

যুদ্ধক্ষেত্রে শত্রু ছিল তার পরিবার, তার বিপরীতে বিশাল সেনাবাহিনী ছিল। কিন্তু তার রথের রশি ধরে রেখেছিলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজে যুদ্ধ করেননি। নিজের যুদ্ধ নিজেকেই করতে হয়।