সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শারীরিক অসু’স্থ’তা’র উ’ল্লে’খ করে আবেদন, আদালতের নি’র্দে’শে SSKM-এর প’থে মন্ত্রীমশাই

“কেঁচো খুঁড়তে কেউটে”। বহুদিন ধরেই এসএসসির দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় অবস্থা, এরকমই অবস্থা তেই বিপুল পরিমাণ অর্থের খোঁজ পাওয়া গেল পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে। যার পরে ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় পার্থ চ্যাটার্জি এবং তাঁর ঘনিষ্ঠা অর্পিতা মুখার্জিকে।

প্রায় ২৬ ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রশ্ন উঠেছে কি করে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠা অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে পাওয়া গেল এতগুলো টাকা? এতগুলো টাকা কি অর্পিতা মুখার্জি নিজের,না কি এই টাকার সঙ্গে জড়িয়ে রয়েছে কোন দুর্নীতিগ্রস্ত কাজ?

ইতিমধ্যেই মন্ত্রী মশাইকে গ্রেপ্তার করা হয়েছে,তাঁর পরেই এসেছে “কাহানি মে টুইস্ট”, ফের শুরু হয়েছে নাটকীয় ভাবনা। ফের স্বাস্থ্যের অবনতির নাম করে আদালতের কাছে আবেদন করেন মন্ত্রী মশাই। ইতিমধ্যে আদালতের তরফ থেকে মন্ত্রী মশাইয়ের শারীরিক অবস্থা কি রকম সেটা যাচাই করে দেখার পর সায় দেয় আদালত।

আরো পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের স’ঙ্গে কি স’ম্প’র্ক? সম্পত্তি নিয়ে মু’খ খুললেন মোনালিসা দাস

আদালতের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৫ তারিখ এসএসকেএমের আধিকারীক কর্মকর্তাকে আদালতে মন্ত্রী মশাইয়ের শরীরের কি অবস্থা সে ব্যাপারে রিপোর্ট দিতে হবে। এর আগেও পার্থ চট্টোপাধ্যায় স্বাস্থ্যের দোহাই দিয়ে এড়িয়ে গেছেন অনেক কিছু, এবারেও একই গল্প। ইডি সূত্রে খবর পাওয়া গেছে জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছিলেন মন্ত্রী মশাই।

জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেপ্তার করা হয় পার্থ চ্যাটার্জিকে যার পরে তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কম্প্লেক্স এ। সেখান থেকে তাকে হেলথ চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় জোকাএস আইতে। অবশেষে তাকে তোলা হয় আদালতে। আদালতের কাছে ইডি আর্জি জানিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে তারা ১৪ দিনের জন্য হেফাজতে রাখার, কিন্তু সেই আবেদনে জল ঢেলে দেয় আদালত।

আদালত দেয় অন্য রায়, পার্থ চ্যাটার্জিকে দুদিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ পায় ইডি। এখন দেখার বিষয় একই নাটকীয় ভঙ্গি করে মন্ত্রীমশাই এ যাত্রাও বেঁচে যান নাকি এই কান্ডের মাধ্যমে উঠে আসে আরো নতুন তথ্য?