সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু ২২ কোটি নয়, অর্পিতার কাছে আ’ছে আ’রো ১০০ কোটি!

পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ৯০ লাখ টাকা উদ্ধার হয়েছে। এমনকি বিদেশি মুদ্রা, সোনার গয়না, পেন ড্রাইভ, ফটো অ্যালবাম, হার্ডডিস্কের পাশাপাশি যে তিনটি ডায়েরি উদ্ধার হয়, তার মধ্যে একটি এগজ়িকিউটিভ ডায়েরি মিলেছে।

তবে, এই পেঁয়াজের খোসার মতো দুর্নীতির এক-একটি স্তর সামনে আসছে। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ২২ কোটি টাকা ও নগদ উদ্ধারের প্রসঙ্গে টানা হয়েছিল ‘আলিবাবার বাক্স’র উপমা।

আর ২৪ ঘণ্টা পরে, সোমবার ফের সেই কোর্টে অর্পিতার হাজিরার সময়ে ইডির তরফে দাবি করা হল, ২২ কোটিতেই শেষ নয়। আরও ১০০ কোটি টাকার খোঁজ মিলতে পারে।

আরো পড়ুন: তৃতীয় বান্ধবীর খোঁ’জ মি’ল’লো পার্থর, কে এই মহিলা?

এরই মাঝে রহস্য বাড়িয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া তিনটি ডায়েরি। এসএসসি দুর্নীতি মামলায় ঠিক কত কোটি টাকার তছরুপ হয়েছে, তা নিয়ে অবশ্য এদিন আদালতে কোনও মন্তব্য করেননি ইডির কৌঁসুলি।

গত শুক্রবার রাতে অর্পিতার হরিদেবপুরের ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার হলেও বিরোধীরা অভিযোগ করছিলেন, সেটা ‘হিমশৈলের চূড়ামাত্র’।