সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৩ সালে বাংলার ছুটির দিনের তা’লি’কা দেখে নিন, কতদিন মি’ল’লো পুজোর ছুটি?

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। আর নতুন বছর পড়তে সরকারি কর্মচারীরা হিসাব শুরু করে দিয়েছেন এই বছর কত ছুটি মিলবে। এবার চাকরিজীবীদের জন্য সুখবর কারণ দুর্গাপুজোয় একটা লম্বা ছুটি পাবেন। সেই ছুটিতে নির্দ্বিধায় কয়েকদিনের জন্য বেরিয়ে আসতে পারবেন। চতুর্থী থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত ছুটি থাকছে। আবার কালী পুজোতে পরপর বেশ কয়েক দিন ছুটি। ঈদে থাকছে দুদিন ছুটি। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি ছুটির লিস্ট বানানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

সেখানেই দেখা যাচ্ছে বছরের শুরুতেই গরম গরম ছুটির রুটি খেতে পারবেন কর্মচারীরা। যেমন ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বৃহস্পতিবার ছুটি। তার কয়েকদিন পর ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিনে ছুটি। আবার সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ ২৫ শে জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে ছুটি। ছুটি থাকছে তারপরে দিন অর্থাৎ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো একসঙ্গে। ১৪ ই ফেব্রুয়ারি কোচবিহারের মহামানব পঞ্চানন বর্মা জন্ম দিবস উপলক্ষে ছুটি থাকছে মঙ্গলবার।

১৮ই ফেব্রুয়ারি শিবরাত্রি থাকছে ছুটি। ৭ই মার্চ দোলযাত্রা মঙ্গলবার ছুটির দিন। দোলের জন্য ডবল ছুটি পাবেন সরকারি কর্মচারীরা ৮ই মার্চ বুধবার হোলি এবং সবেবরাত। হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য দুই দিনের ছুটি। ৪ ঠা এপ্রিল মঙ্গলবার মহাবীর জয়ন্তী,৭ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে। এদিকে ১৪ই এপ্রিল শুক্রবার বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ছুটি। ১৫ ই এপ্রিল বাংলা নববর্ষ শনিবার ছুটি। ২১ ও ২২ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে দুদিন ছুটি।

আরো খবর: OMG: ২০২২ সালে ZOMATO-তে দিল্লির ব্যক্তি ৩,৩৩০ বার খাবার অর্ডার করেছেন

১ লা মেয়ে মে দিবস উপলক্ষে সোমবার ছুটি। আবার ৫ই মে বুদ্ধ পূর্ণিমা এবং রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি। ৯ ই মে রবীন্দ্রজয়ন্তী মঙ্গলবার ছুটি,২০ জুন মঙ্গলবার রথযাত্রা। ২৯ শে জুন বকরি ঈদ বৃহস্পতিবার ছুটি। ২৯ শে জুলাই মহরম শনিবার। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ছুটি। ৩০ আগস্ট বুধবার রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি। ৬ সেপ্টেম্বর বুধবার জন্মাষ্টমী। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফতোয়াদ ওয়াজ দাহাম। দুই অক্টোবর গান্ধী জয়ন্তী সোমবার।

১৪ থেকে টানা ২৮ শে অক্টোবর পর্যন্ত ১৪ দিন ছুটি থাকছে দুর্গাপূজার চতুর্থী থেকে লক্ষ্মীপূজো। লম্বা ছুটির পর কাজে ফেরার পালা। ১২ থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত কালীপুজো ভাইফোঁটা এবং বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে ছুটি। ১৬ই নভেম্বর ভাইফোটার পরদিন বৃহস্পতিবার সেদিনও ছুটি। ১৯ শে নভেম্বর ছট পূজা উপলক্ষে ছুটি। ২০ নভেম্বর ছট পুজোর জন্য বাড়তি ছুটি। আবার ২৭ গুরু নানকের জন্মজয়ন্তী। সেদিন সোমবার অর্থাৎ রবি সোমবার পরপর ছুটি।

২৫ শে ডিসেম্বর বড়দিন সোমবার ছুটি। রাজ্য সরকারের তরফে আরো বাম্পার কয়েকটি দিন ছুটির ঘোষণা করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি গুরু রবিদাসের অনুগামীরা ছুটি পাবেন। 8 ই এপ্রিল স্টার স্যাটারডে এবং ৩০ শে জুন পরম পূজা উপলক্ষে ছুটি থাকবে। ১৩ই জুলাই বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলি ছুটি থাকবে প্রভু ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে।