সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ২০২২ সালে ZOMATO-তে দিল্লির ব্যক্তি ৩,৩৩০ বার খাবার অর্ডার করেছেন

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটোতে ৩,৩৩০ বার খাবার অর্ডার দিয়ে রেকর্ড করলেন দিল্লির এক ব্যক্তির। তিনি দিনে গড়ে ৯ বার করে খাবার অর্ডার দিয়েছেন। জোমাটোতে এমনই ট্র্যাক রেকর্ড দিল্লির বাসিন্দা  অঙ্কুরের।

জোমাটো অ্যাপের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে Zomato-তে  মোট ৩,৩৩০ বার অর্ডার করেছেন ওই ব্যক্তি। জোমাটো তার বার্ষিক রিপোর্টে অঙ্কুরকে ‘দেশের সবচেয়ে বড় ভোজনরসিক’ তকমা  দিয়েছে।

বছর শেষে Zomato অ্যাপে তার ২০২২ সালের ট্রেন্ড রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই  রিপোর্টে বেশ কিছু মজার তথ্য উঠে এসেছে। জোমাটোতে সবচেয়ে বেশি যে খাবার অর্ডার করা হয়েছিল সেটি হল বিরিয়ানি।

আরো খবর: সম্পত্তি হা’রা’নো’র ইতিহাসে রে’ক’র্ড সৃ’ষ্টি করলেন এলন মাস্ক! এক বছরেই খোওয়ালেন ১৬ লক্ষ কোটি টা’কা

২০২২ সালে Zomato ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১৮৬ প্লেট বিরিয়ানির  অর্ডার করেছেন।এমনকি সুইগির বার্ষিক রিপোর্টেও সবচেয়ে জনপ্রিয় খাবারের নিরিখে এক নম্বরে  বিরিয়ানি।