সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজব হলেও স’ত্যি! ক’ন’ড’ম ব্যবহার করেই অস্ট্রেলিয়ান প্র’তি’যো’গী পেলেন মেডেল, নি’জে’র চো’খে’ই দেখুন

টোকিও অলিম্পিকে মেতে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ভারত ব্রঞ্চ রুপা এবং সোনা নিয়ে এসেছে ঘরে। তবে এবার অলিম্পিকে কনডমের একটি অদ্ভুত ব্যবহার দেখতে পেল গোটা বিশ্ব।

অস্ট্রেলিয়ার প্রতিযোগী ক্যানইষ্ট জেসিকা কনডম এর সাহায্যে ব্রঞ্চ জিতে ফেললেন অলিম্পিকে। কিভাবে চলুন জেনে নেওয়া যাক।
নিয়ম অনুযায়ী, অলিম্পিক ভিলেজে প্রবেশ করার সময় প্রতিযোগিতার কনডম দেওয়া হয়। সেই কনডম করো না কোন সময় ব্যবহার করতে পারেন তারা। এই কনডম ব্যবহার করে এই প্রতিযোগী নিজের নৌকা সারান।

রীতিমতো নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে, প্রথমে কার্বনের প্রলেপ লাগানো হয়েছে তার নৌকায়। এরপর নৌকার মুখে কনডম পরিয়ে দিয়ে অবশেষে ব্রোঞ্জ জিতলেন জেসিকা।