সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিরিয়ায় ISIS প্রধানকে খ’ত’ম ক’র’লো আমেরিকা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

আমেরিকার বিশেষবাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় রাতভর অভিযান চালায়। যুদ্ধক্ষেত্রে নিহত হয় IS প্রধান আবু ইব্রাহিম-আলি হাসিনি-আল কুরেশি।

Syrians gather at the scene following the overnight raid by US Special Forces.

ভারতীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সশস্ত্র বাহিনীকে কুর্নিশ জানিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরো পড়ুন: বাচ্চাদের আধার কা’র্ডে’র আবেদন করুন এভাবে

তিনি লেখেন, ‘গতকাল রাতে আমার নির্দেশে সফলভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে মার্কিন সেনা।

People inspect a destroyed home in the village on Thursday.

সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছি। আমরা যুদ্ধক্ষেত্র থেকে আইএস নেতা আবু ইব্রাহিম-আলি হাসিনি-আল কুরেশিকে সরিয়ে দিয়েছি’।

আরো পড়ুন: গালওয়ান ভ্যা’লি নিয়ে আসল ত’থ্য বেরিয়ে এ’লো অজি সংবাদপত্রে

২০১৯ সালের অক্টোবরে IS-র প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়। তখন আবু ইব্রাহিম-আলি হাসিনি-আল কুরেশিকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিল।

Abu Ibrahim al-Hashimi al-Qurayshi killed himself and his family after igniting a bomb at the beginning of the operation, according to a senior Pentagon official.

জঙ্গি সংগঠনের দায়িত্ব গ্রহণ করেছিল সে। এক সময়ে মার্কিন সেনার হেফাজতে ছিল এই জঙ্গি নেতা।