সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছিনতা’ই’য়ে বা’ধা দেওয়ায় মহিলা পুলিশকে চলন্ত ট্রেন থেকে ফে’লে দি’লো চোরেরা

বুধবার বিহারের কাটিহার জেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বিহার পুলিশের এক মহিলা কনস্টেবল ব্যাগ ছিনতাই করতে বাধা দিয়েছিলেন একদল দুষ্কৃতীকে। আর সেই আক্রোশেই ওই মহিলা কনস্টেবলকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর, বিহারের সমস্তিপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনটি বুধবার সকালে কাটিহার স্টেশনে ঢোকার মুখে এই ঘটনাটি ঘটে। পুলিশ কনস্টেবল আরতি কুমারী কর্মস্থল নওয়াদা থেকে ওই ট্রেনেই চেপেছিলেন।

তারপর আচমকাই র সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিতে আসে চার জন দুষ্কৃতী। এই ঘটনায় বাধা দিতে যাওয়ায় ওই দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়।

আরো পড়ুন: বিশ্বের প্রথম Solar Car, দি’তে হ’বে না চার্জ

আরতিকে সংজ্ঞাহীন অবস্থায় লাইনের ধার থেকে উদ্ধার করে স্থানীয়রা, তারপর তাকে নিয়ে যাওয়া হয় কাটিহার জেলা হাসপাতালে। আরতির অবস্থা ভালো নয় দেখে তাঁকে কাটিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে সেখানেই তিনি ভর্তি রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, আরতির ডান পা ভেঙে গিয়েছে। মাথাতেও বড় রকমের আঘাত রয়েছে। যদিও এখনও পর্যন্ত কাটিহার রেল পুলিশের সুপারইনটেন্ডেন্টের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এই ঘটনা এখন কার আওতায় পড়বে, তা নিয়ে রেল পুলিশ ও রাজ্য পুলিশের চাপানউতরের ফলে এখনও তদন্তই শুরু করা হয়নি বলে অভিযোগ।