সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হনুমানজির মন্দির থেকে গদা চু’রি চো’রে’র, পরে নিজেই ফে’রা’তে বা’ধ্য হলো!

আমরা এরকম খবর প্রায়ই শুনে থাকি যে এই মন্দিরে চুরি হয়েছে ওই দোকানে চুরি হয়েছে কিন্তু এমন খবর খুব কমই শোনা যায় যে, চোর চুরি করে পরের দিন আবার সেই জিনিস ফিরত দিয়ে গেছে। এটা কারো বাড়িতে হলে সেই চোরের মার খাওয়া ছিল অবধারিত কিন্তু এই চুরি কোনো বাড়িতে হয়নি। এই চুরি হয় মহারাষ্ট্রের নাগপুর মন্দিরে।

সেখানে হনুমানজির রুপোর গদা ৮ অক্টোবর চুরি যায় বলে জানাচ্ছে সেখানকার পুরোহিত। তিনি সেটা দেখা মাত্রই পুলিশে ফোন করেন তিনি। কিন্তু এই ঘটনার মধ্যেও আরো কিছু ঘটনা ঘটে যা ওই মন্দিরের সিসি টিভি ফুটেজ দেখে জানতে পারা যায়। ওই ক্যামেরায় দেখতে পাওয়া যায় যে, একটি চোর আগেরদিন রাতে এসে চুরি করে নিয়ে যায় ওই গদা।

কিন্তু পরেরদিন চোরটি আবার আসে ওই মন্দিরে। এসে চুপি চুপি রেখে যান ওই গদাটি যেখানে ছিল সেখানেই। শুধু তাই নয় ভগবানের কাছে ক্ষমাও চেয়ে যান তিনি। কিন্তু যেহেতু এটা পুলিশ কেস হয় তাই পুলিশের হাত থেকে রেহাই মেলেনি তাঁর। সিসিটিভির ফুটেজ চেক করার পর পুলিশ যখন অভিযুক্ত সন্দীপকে ধরে জিজ্ঞাসাবাদ করে আর তার থেকে যা শোনে সেসব শুনেপুলিশ আরও নড়েচড়ে বসছে।

আরো পড়ুন: কাশ্মীর প্র’স’ঙ্গে পাকিস্তানের মুখে ঝা’মা ঘ’ষে দি’লো ভারত

অভিযুক্ত নিজেই জানিয়েছেন তিনি নিজের ভুল বুঝতে পেরে গদা যথাস্থানে ফেরত দিয়ে দিয়েছে। পুলিশ যদিও তার কেসটা নিয়ে এখনো তদন্ত করছে বলেই জানা যায়। তবে এই ঘটনায় অবশ্যই একটু অবাক হয়েছেন সকলেই। কারণ চুরি করে আবার সেই জিনিস ফিরত দেওয়ার কথা আগে তো শোনা যায়নি। ধরা পড়লে চূড়ান্ত শাস্তি হবে জেনেও এরকম রিস্ক নিয়ে গদাটি ফিরত দিয়ে যান তিনি। আর এতেই সকলে হতবাক হয়েছেন। অনেকেই আবার বলেছেন এও ঈশ্বরের কারসাজিতেই হয়েছে।