সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নদীতে ধ’রা পড়লো ১৮০ কেজি ওজনের বি’রা’ট মাছ! রইলো ভিডিও

মাছ এই শব্দটি মাছ প্রেমীদের কাছে খুবই কাছের একটি শব্দ। বিশেষ করে বাঙালীরা মাছে ভাতে থাকতেই বেশী ভালোবাসে। রবিবারের দুপুরে পাতের মধ্যে মাছ কি যে চরম সুখ তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু অনেকেই এমন আছে তারা মাছ খাওয়ার থেকে ধরতে বেশী পছন্দ করে। তাই ধরুন আপনি মাছ নিয়ে খেতে বসেছেন আর তখনই হঠাৎ করে কিলবিল করে মাছ উঠে আসার দৃশ্য আপনার চোখে ভেসে উঠছে‌ । তাহলে তো আপনার খাওয়ার ব্যাঘ্ন ঘটবেই তাই না। তাও যদি হয় সেটা স্টিং রে।

সম্প্রতি কম্বোডিয়ার মেকং নদীতে ধরা পড়েছে ১৮০ কেজি ওজনের স্টিং রে। আর সেই মাছ নিয়েই শোরগোল দারুন। এমন মাছ তেমনভাবে জালে ধরা পড়ে না , এই মাছ লম্বায় ৩০ ফুট ধীরে ধীরে নদীর কাছাকাছি এসে পড়ে মাছটি।

আরো পড়ুন: ছেলে এখন সুপারস্টার, ত’বে এখনো বাস চালিয়ে আ’য় করেন যশের বাবা

আর তাকে দেখেই একেবারে সতর্ক হয়ে যান মৎস্যজীবীরা। তবে হ্যা মাছটি ধরার পরে আবার জলেই ছেড়ে দেওয়া হয়, সেটা আবার নদীর জলের কাদার মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।

এই মাছটি আসলে একটি মহিলা মাছ। জেলেদের জালে ধরা পরেছে ঠিকই কিন্তু সেই মাছ আবার যথা স্হানে ফিরে যেতে পেরেছে। তাই দেখে দারুণ খুশি পরিবেশপ্রেমীরা।

এই স্ট্রিংরে একটি বিরল প্রজাতির, তবে হ্যা মেকং নদীতে বহু ধরনের স্ট্রিং রে মাছ রয়েছে যারা কিনা ৪৩৫০ কিমি নদীতে ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী এই মেকং।ক্যাট ফিশরাও রয়েছে অনেক রকমের এখানে ।