সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেল ও তালা না ভেঙেই পালালো চো’র! হ’ত’বা’ক মহারাষ্ট্র পুলিশ

জেল থেকে পালানো মানে হয় তালা ভাঙা, নয়তো জেলের লোহার রড ভাঙা। কিন্তু সম্প্রতি জেল থেকে পালিয়ে যাওয়ার অন্য পন্থা দেখে পুলিশের ঘুম উড়েছে। মহারাষ্ট্রের পুনে জেলার একটি থানায় একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

এক চোর দেখিয়েছে, কীভাবে তালা না ভেঙে, লোহার বার না কেটে লকআপ থেকে পালানো যায়। আসলে ব্যাপারটি জানাজানিও হতো না। কিন্তু মুশকিল হয়েছে অন্য জায়গায়।

নতুন পদ্ধতি কাজে লাগিয়ে অভিযুক্ত চোরদের মধ্যে একজন থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল ঠিকই, তবে সেই চোর পুনরায় ধরা পড়ে, আর তখনই বিষয়টি জানাজানি হয়।

আরো পড়ুন: ইউক্রেন ই’স্যু’তে মোদিকে ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর, ভারতকে কা’ছে পে’তে মরিয়া ইংল্যান্ড

পুনে-নাসিক হাইওয়ের কাছে একটি থানার লকআপ থেকে এক অভিযুক্ত নিখোঁজ হয়। কিন্তু কিভাবে সে লকআপ থেকে বেরোলো তার কূলকিনারা পাচ্ছিল না পুলিশ। কারণ লকআপের তালাও বন্ধ ছিল, আবার লোহার দণ্ডও একই রকম ছিল।

যদিও পরে সেই পলাতক চোর ধরা পড়ে। এই চোরকে থানায় ফিরিয়ে আনার পর, তাকে কঠোর শাস্তি দেওয়ার পরিবর্তে তার থেকে জানতে চাওয়া হয় কীভাবে সে লকআপ থেকে পালালো? আর সেই চোর তারপর যা দেখালো তাতেই হতবাক পুলিশ।

থানায় উপস্থিত সবাই দেখলেন চোখের পলক ফেলার আগেই লকআপ থেকে দিব্যি দুটো লোহার শিকের মাঝের থেকে গলে বেরিয়ে আসছেন ওই অপরাধী। চোরের এরূপ কর্মকাণ্ড পুরো পুলিশ মহলকে ভাবতে বাধ্য করেছে।

এই বিষয়টি সামনে আসার পরেই জেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এহেন ঘটনা থেকে এই উপসংহারেই আসা যায় যে থানার লকআপের আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।