সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম ভারতের সা’থে যোগাযোগ করলো তা’লি’বা’ন সরকার, বিমান পরিবহন চালু করার আ’র্জি

তালিবানদের শাসনে আফগানিস্তানের প্রতিটি মানুষের জীবন এখন প্রায় ওষ্ঠাগত, এরকম সময়ে তালিবানরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যোগাযোগ করল ভারত সরকারের সঙ্গে। তালিবান সরকার নিজেদের দেশের সঙ্গে ভারতের বিমান সংযোগ চালু করার অনুরোধ করে একটি চিঠি লেখে ভারত সরকারকে। ২৭ শে সেপ্টেম্বর আফগানিস্তানের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী আলহাজ হামিদুল্লাহ আখুনজাদা ভারতের অসামরিক বিমান পরিবহনের ডিরেক্টর জেনারেল অরুণকুমার একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানান, “বর্তমানে কাবুল বিমানবন্দরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত, বিমান পরিবহন করার মতো অবস্থায় নেই। সম্প্রতি কাতারের প্রযুক্তিগত সাহায্যের মাধ্যমে বিমানবন্দরটিকে পুনরায় চালু করা হয়েছে, এবং এয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও নোটিশ দেওয়া হয়েছে”।

পরবর্তী চিঠিতে ভারতকে অনুরোধ করে তালিবান সরকার জানান, “দুই দেশের মধ্যে যেন অসামরিক বিমান ব্যবস্থা পুনরায় যেন চালু করা হয়। ভারত এবং আফগানিস্তানের মধ্যে যেন যাত্রী চলাচল করার পথ মসৃণ হয় সে অনুরোধ করা হয়”। আখুনজাদার লেখা চিঠিতে বলা হয়, “আফগানিস্তানের সঙ্গে ভারতের যে বাণিজ্যিকভাবে বিমান চলাচলের ব্যবস্থাটা পুনরায় যেন চালু করা হয়। দুই দেশের মধ্যে ৩১ শে আগস্ট একটি বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে আফগানিস্তানে তালিবানি শাসনকে এখনো পর্যন্ত কোনো রকম স্বীকৃতি দেয়নি ভারত।

কাবুল থেকে শেষবারের মতো ভারতে বিমান এসেছিল ২১শে আগস্ট। সেই বিমানে ভারতীয় সমস্ত নাগরিকদের আনা হয়েছিল। পাকিস্তান এবং ভারতের মধ্যে আবার বিমান চলাচলের ব্যাপারটিকে নিয়ে ৯ই সেপ্টেম্বর একটি সংবাদমাধ্যমে নিজস্ব প্রতিক্রিয়া জানায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বর্তমানে ভারত বিমান পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা পথ অতিক্রম করছে, কিন্তু আফগানিস্তানের অবস্থা যতক্ষণ না পর্যন্ত স্থিতিশীল হয় ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, তবে ভবিষ্যতে যখন আফগানিস্তানের অবস্থা স্থিতিশীল হবে সেই সময়ে আবার বিমান চালানো হবে। “