সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেকট্রিক স্কুটির কি তবে দিন শেষ? আসছে ইলেকট্রিক বাইক, লুক দেখেই ফিদা হয়ে যাবেন

এবার বাজার কাঁপাতে আসছে ইলেকট্রিক বাইক। দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি। পেট্রল চালিত স্পোর্টস বাইক তো অনেক দেখেছেন। পেট্রোলের দাম আকাশছোঁয়া হতেই ই-স্কুটারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উৎপাদনের জোর দিচ্ছে।

আল্ট্রাভায়োলেটে অটোমোটিভ ( Ultraviolette Automotive) তাদের ইলেকট্রিক স্পোর্টস বাইক F77-এর টিজার প্রকাশ করেছে। জানা যাচ্ছে, দেশের সংস্থা টিভিএস এই মোটরসাইকেল উৎপাদনে বিনিয়োগ করেছে। ২০২২-এর মে-জুন মাসের মধ্যে এই ই-বাইক বাজারে আসবে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ৫০ হাজার মানুষ এই বাইক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

Made in India Ultraviolette F77 electric sports bike launch plans revealed

সংস্থাটি আপাতত এই বাইক বিভিন্ন রাস্তায় চালিয়ে দেখছে। ব্যাটারি ক্যাপাসিটি, থ্রটল রেসপন্স, ফেয়ারিং রিলায়বিলিটি দেখা হচ্ছে।ইতিমধ্যে অটোমোবাইলের বাজার পরিবর্তন হয়েছে। এখন অনেকেই আর পেট্রল চালিত বাইক বা স্কুটারের দিকে ঝুঁকছেন না। ফলে ইলেকট্রিক ভেহিকেল-এর চাহিদা ক্রমশ বাড়ছে।