সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী বছরের ছুটির দিন ক’ম’লো রাজ্য সরকারি কর্মীদের, তা’লি’কা প্রকাশ নবান্নের

এই বছর সরকারি কর্মচারীরা বেশ অনেক দিনেরই ছুটি পেয়েছিলেন। তবে আগামী বছর কিন্তু এই বছরের তুলনায় কিছু কম ছুটি থাকবে। 2021 সালের তুলনায় 2022 সালে সরকারিভাবে ছুটির দিন কমানো হয়েছে। তবে সামনের বছর দুর্গা পুজো বাবদ টানা 11 দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। এছাড়াও কালীপুজো, ভাইফোঁটা, মিলিয়ে আরও চার দিন ছুটি তো রয়েইছে।

শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে 2022 সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এনআই অ্যাক্ট অনুসারে এবার মোট 18 টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। দুর্গাপূজার ছুটি বাবদ তিন দিন ধার্য করা হয়েছে এই আইনে। তেসরা অক্টোবর থেকে শুরু করে 5 ই অক্টোবর পর্যন্ত অর্থাৎ অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি থাকছে।

এমনিতে এই তালিকায় সোম থেকে বুধবার পর্যন্ত পুজোর ছুটি থাকলেও রাজ্য সরকার আরো কয়েক দিনের বাড়তি ছুটি দিয়েছে পূজা উপলক্ষে। 30শে সেপ্টেম্বর শুক্রবার মহা পঞ্চমী, পয়লা অক্টোবর শনিবার মহাষষ্ঠী, দোসরা অক্টোবর মহাসপ্তমী রবিবার পড়েছে, তেসরা অক্টোবর থেকে 5 ই অক্টোবর পর্যন্ত অষ্টমী থেকে দশমীর ছুটি রয়েছে।

শনিবার এবং রবিবার মিলিয়ে এই বছর দুর্গাপূজা বাবদ 16 দিনের ছুটি পেয়ে ছিলেন সরকারি কর্মচারীরা। এছাড়াও বিশেষ সম্প্রদায়ের সরকারি কর্মচারীরা চারটি বিভাগীয় ছুটি পাবেন। দোল, সরস্বতী পুজো এবং ঈদে একদিন করে বাড়তি ছুটি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সঙ্গে গুরু রবিদাস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পূজা উপলক্ষেও ছুটি থাকবে। এছাড়াও নেতাজী জন্ম জয়ন্তী (23 শে জানুয়ারি), হরিচাঁদ ঠাকুরের জন্মদিন (10 এপ্রিল), পয়লা মে শ্রমিক দিবস, 10 জুলাই বকরি ঈদ, মহাত্মা গান্ধীর জন্মদিন (2 অক্টোবর), ছট পুজো (30 অক্টোবর), বড়দিন (25 ডিসেম্বর) ছুটি থাকবে।