সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ্য’পা’ন করে গাড়ি চা’লা’নো নিয়ে ক’ড়া সি’দ্ধা’ন্ত নিলো সুপ্রিম কোর্ট, আর কো’নো রেয়াত ক’রা হ’বে না

ভারতের মতো এই জনবহুল দেশে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে ফের একবার করা চিন্তাভাবনা গ্রহণ করলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আর কোনোভাবেই নরম হওয়া চলবে না মদ্যপ ব্যক্তিদের ওপর। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য যদি সেই ব্যক্তির লাইসেন্স কেড়ে নেওয়া হয়, তাহলে কোনোভাবেই নরম মনোভাব পোষণ করা যাবে না। এদিকে যদি মদ খেয়ে গাড়ি চালানোয় ছোট কিংবা বড় কোনো দুর্ঘটনা হয়, তা হলেও সেই ব্যক্তির ওপর কোনো নরম মনোভাব পোষণ করা যাবে না।

বিচারপতি MR Shah এবং BV Nagarathna- এর ডিভিশন বেঞ্চ এর তরফ থেকে জানানো হয়েছে, মদ্যপ গাড়ি চালানো আইনত অপরাধ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একেবারেই নিষিদ্ধ। এটা মনে রাখতে হবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ব্যক্তি যেমন নিজের বিপদ ডেকে আনছে, তেমনভাবেই অন্য কেউ বিপদে ঠেলে দিচ্ছে। তাই দুর্ঘটনা হোক কিংবা না হোক, ছোট হোক কিংবা বড় হোক কোন ক্ষেত্রেই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ব্যক্তি কে ছাড় দেওয়া হবে না নরম মনোভাব পোষণ করা হবে না।

কুম্ভমেলায় এক ট্রাক ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে থাকা জিপকে ধাক্কা মারে, পরে জানা যায় সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন।Provincial Armed Constabulary ( PAC)-এর সদস্যও সেই ব্যক্তি। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অভ্যন্তরীণ তদন্তের পর, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপরে যখন চিনি শেষে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন তাকে উদ্দেশ্য করেই সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয়।