সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দে’হ’ব্য’ব’সা নিয়ে ঐতিহাসিক রা’য় দিলো সুপ্রিম কোর্ট

দীর্ঘ লড়াইয়ের পর আইনি স্বীকৃতি পেলেন যৌ’ন’ক’র্মী’রা। দেহ ব্যবসা নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। দে’হ ব্যবসা কে আর পাঁচটা সাধারণ কাজের মত পেশা হিসেবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন পরিষেবা দেওয়াটাও আইনস্বীকৃত পে’শা। এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের সম্মানজনক জীবন যাপনের অধিকার আছে।

এবার থেকে যারা যৌ’ন পরিষেবা দেয় বা যৌ’ন’ক’র্মী হিসেবে কাজ করে তাদেরকে কোনোভাবেই হেনস্তা করা যাবে না। ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন এবং বড় যৌনপল্লি কলকাতার সোনাগাছি।

আরো পড়ুন: DA নিয়ে বি’রা’ট খবর! ১ জুলাই থেকে বা’ড়’বে বেতন

কয়েক লাখ যৌ’ন’ক’র্মী সেখানে কাজ করেন। এদের একটি বড় অংশ সোনাগাছিতেই থাকেন। একাংশ আবার কাজ করে শহরের অন্যত্র বা মফসসলে ফিরে যান।