সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ব’ছ’র ২০২৩-এ কয়টি গ্রহণ হ’বে? জানুন দিনক্ষণ

আর কিছুদিন পর নতুন বছর শুরু হতে চলেছে। নতুন বছর ২০২৩ সালেও মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ৷ এপ্রিল মাসে দেখা যাবে, পরের বছরের প্রথম গ্রহণ। ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হয়েছে কার্তিক পূর্ণিমায়, ৮ নভেম্বর। পূর্ব ভারতে এটি ছিল পূর্ণগ্রাস গ্রহণ।

এটিই ছিল এবছরের শেষ গ্রহণ। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ২০ এপ্রিল। স্থান হল দক্ষিণ/পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকা। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫-৬ মে।

স্থান হল দক্ষিণ/পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা, ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর। স্থান হল পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক।

আরো খবর: আগামী ২৪ ঘ’ন্টা’য় না’কি তাপমাত্রা ক’ম’বে অনেকটাই! কি বলছে হাওয়া অফিস?

২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহন ২৮- ২৯ অক্টোবর। স্থান হল ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, উত্তর/পূর্ব দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক, অ্যান্টার্কটিকা।