সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানে খাবারের প্লে’টে মিললো সাপের মা’থা! ভ’য়ে অ’স্থি’র বিমানযাত্রীরা

তুরস্কের এক নামী বিমান সংস্থার দামি উড়ানে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে খাবারের প্লেটে পাওয়া গিয়েছে সাপের মাথা। সম্প্রতি ওই বিমানের বিরুদ্ধে উঠেছে এহেন অভিযোগ। শোনা যাচ্ছে বিমানকর্মীদের নাকি এমন খাবারই দেওয়া হয়েছিল। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে বিমান সংস্থা তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দিয়েছে।

কিন্তু ক্যাটারিং সার্ভিস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। জানা যাচ্ছে তুরস্কের ওই উড়ান সংস্থার নাম SunExpress। গত ২১ জুলাই বিমানটি যখন আঙ্কারা থেকে ডাসেলডর্ফ যাচ্ছিল, তখন মাঝপথে বিমানকর্মীরা মধ্যাহ্নভোজে বসেন। আর তখনই হঠাৎ করেই এক বিমানকর্মী চিৎকার করেন।

তিনি দেখেন, তার খাবারের প্লেটে সবজির ভেতর থেকে উঁকি দিচ্ছে একটি সাপের মাথা। স্বভাবতই এহেন খাবার দেখে সেই বিমানকর্মীর চোখ কপালে ওঠে। তবে এটা কোনো মুখের কথা নয়। মারাত্মক ঘটনার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক বিমানকর্মী। আর এই ভিডিও দেখা মাত্রই বিমান সংস্থা তদন্ত শুরু করে।

আরো পড়ুন: বছরের শে’ষে বা’ড়’তে চলেছে বেতন, কর্মীদের ভা’লো খবর দি’লো এই কোম্পানি

সানএক্সপ্রেস বিমান সংস্থা তরফে জানানো হয়, “সব সময় আমরা কর্মী ও যাত্রীদের উন্নতমানের খাবার পরিবেশনের যথাসাধ্য চেষ্টা করি। তাই এই বিষয়ে বিন্দুমাত্র গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর দোষী যদি প্রমাণিত হয় তাহলে অবধারিত কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে এই বিমান সংস্থার ক্যাটারিং সার্ভিস Sancak Inflight Services – তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, তারা সব সময় উন্নতমানের খাবারই সরবরাহ করে।


আর এক্ষেত্রেও তাই করা হয়েছে। তাই হাইজিন রান্নাঘর থেকে কখনোই এমন কাণ্ড ঘটতে পারে না। বরং তারা বিমান ও বিমানকর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।

তবে নেট দুনিয়ায় এমন ভিডিও পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ তো ভিডিও ফুটেজ দেখে ক্ষেপে আগুন। কেউ কেউ বলেছেন, কী করে এমন কাণ্ড ঘটতে পারে।

দ্রুত তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হোক। অন্যদিকে আরেক দল নেটিজেন খাবারে প্লেটে সাপের মাথা দেখে অত্যন্ত ঘৃণার সাথে কমেন্ট করেছেন, ‘ছিঃ’, ‘ভয়ংকর’, ‘বমি পাচ্ছে’ ইত্যাদি।