সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৬ ফুটের ল’ম্বা বন্ধুকে হা’রি’য়ে মন খা’রা’প মালিকের, ৫ মাস পর দে’খা হলো তাদের

এই পৃথিবীতে কত ধরনের মানুষ রয়েছে, রয়েছে কত অদ্ভুত সব সখ তাদের। কেউ বাড়িতে পোষেন কুকুর বিড়াল কেউ আবার বাঘ, সিংহ, সাপ অব্দি পোষেন। আবার যে সে সাপ নয় আস্ত একটা ১৬ ফুটের ময়াল। এটা শুনতে অবাক লাগলেও সত্যি ঘটনা। টেক্সাসের ডালাসে এক ব্যাক্তির একটি পোষ্যর কথা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। জানা যাচ্ছে ওই ব্যাক্তির প্রাণের প্রিয় পোষ্য হলো একটি ১৬ ফুটের ময়াল সাপ। তাঁর নাম ‘ স্নো ‘।

এই কিছু দিন আগে ওই ব্যাক্তি অস্টিনে বেড়াতে বেরিয়েছিলেন সেখানেই তাঁর পোষ্য কে হারিয়ে ফেলেন এক পথ দুর্ঘটনায়। তিনি অভিযোগ জানান তার পোষ্যকে চুরি করা হয়েছে। প্রায় পাঁচ মাস ওই ব্যাক্তি তার পোষ্যকে পায়নি খুঁজে। এমত অবস্থায় হটাৎ সে জানতে পারে টেক্সাসের মধ্যেই এক ব্যাক্তির গ্যারাজে তার পোষ্যকে পাওয়া গিয়েছে।

জানা যায়, গত কয়েক মাস ধরে মালিক ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে ময়ালটি। এর ওর বাড়ি ঢুকে পড়ে সে। তাতে আতঙ্কে বন দফতরে খবর দিয়েছেন কেউ কেউ। কিন্তু কোনও বনকর্মী আসার আগেই সে পালাত। তবে মারাত্মক ঠান্ডা পড়ায় স্নো বেশ কাবু হয়ে পড়ে।

আরো খবর: এবার যে কো’ন জায়গা থেকেই ভো’ট’দা’ন করতে পারবেন! Remote Voting-র ব্য’ব’স্থা করছে নির্বাচন কমিশন

আর এদিক ওদিক ঘুরতে ইচ্ছে না করায় সে একজনের গ্যারেজে গুটিসুটি মেরে নিজেকে পেঁচিয়ে শুয়ে ছিল। কিন্তু সকালে ওই গ্যারেজের মালিক দেখে তার তো চোখ কপালে উঠে যাওয়ার মত অবস্থা হয়। তিনি তার কিছু প্রতিবেশীদের ডাকেন তারপর চিড়িয়াখানার লোক ডেকে তাঁকে ওদের হাতে তুলে দেন।

অস্টিন জু’তে এক দিন কাটিয়েছে ১৬ ফুটের ‘স্নো’। সাপটিকে পরীক্ষার পর বনকর্মীরা জানান একটু অসুস্থ সে। তবে ঠিক হয়ে যাবে। এই এত কিছুর খবর স্নোর মালিক পায়। সে তড়িঘড়ি করে আসে দেখতে তার স্নোকে। শেষ অব্দি খোঁজ পায় তার পোষ্যর।

আর তাই ‘ অস্টিন অ্যানিমাল সেন্টার’ ফেসবুকে লিখেছে, ‘‘এই গল্পের সুখী সমাপ্তি ঘটেছে। ‘স্নো’ তার মালিকের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। আর করোনাডো হিলসকে আর একটি বিশাল ময়ালের সন্ধানে থাকতে হবে না’’ বলে জানিয়েছেন তারা।