সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের প্রথম বিশ্বমানের রেল স্টেশনের না’ম ব’দ’লে দিলো কেন্দ্র, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রদেশের বুকে এই প্রথম বিশ্বমানের একটি রেল স্টেশন গড়ে উঠেছে, যার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ করে ফেলা হয়েছে। ভারতের এটাই প্রথম রেল স্টেশন যা একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় গড়ে উঠেছে। একেবারে জার্মানির রেল স্টেশন হাইডেল বার্গের আদলে গড়ে তোলা হয়েছে এই রেল স্টেশনকে। তবে একেবারেই নতুন স্টেশন এটি না। কারণ ভোপালের হাবিবগঞ্জের স্টেশনকে সংস্কার করা হয়েছে ৪৫০ কোটি টাকার খরচে।

এই নতুন রেল ষ্টেশনের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। তবে এই উদ্বোধনের আগেই এই ষ্টেশনের পুরোনো নাম বদলে নতুন নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই অনুমতির জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। এই নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরজি জানিয়েছেন, হাবিবগঞ্জের বদলে যেনো এই ষ্টেশনের নাম করা হয় গোন্দ বংশের শেষ রানী কমলাপতির নাম অনুসারে।

ইতিহাসে কথায় আসলে দেখা যাবে ১৬ শতাব্দীতে এই ভোপালের শাসন কর্তা ছিলেন গোন্দ বংশ, আর সেই বংশের শেষ রাণী ছিল কমলাপতি। এবার তার স্মৃতি তার শাসনকালকে সম্মান জানিয়ে রেল ষ্টেশনের নাম বদল করার আরজি জানানো হয়েছে। শোনা যাচ্ছে আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে গৌরব দিবসে যোগদান করবেন প্রধানমন্ত্রী, আর সেই কাজ সেরেই যাতে প্রধানমন্ত্রী নবনির্মিত ষ্টেশনের উদ্বোধন করতে আসেন, সেই আশাই করছেন মধ্যপ্রদেশ সরকার।