সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Zomato-র শেয়ারের দামে রেকর্ড প’ত’ন, বিনিয়োগকারীরা বে’শ চি’ন্তা’য়

বিশিষ্ট খাদ্য পরিবাহী সংস্থা জোমাটো বিপুল ধাক্কা খেল। এই সংস্থার শেয়ারের দামে বিপুল পতন দেখা গিয়েছে। প্রায় 7% কমেছে জোমাটোর শেয়ারের দাম।

সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে এই কোম্পানির শেয়ারের দর। খাদ্য পরিবাহী এই সংস্থার শেয়ারের দামে এই পতনের ফলে রীতিমত উদ্বেগে ভুগছেন বিনিয়োগকারীরা।

যে সকল বিনিয়োগকারীর হাতে বিপুল শেয়ার ছিল, তাঁরা ইতিমধ্যেই চিন্তায় পড়ে গিয়েছেন। কী করণীয় আপাতত তাই ভাবছেন।জোমাটোর শেয়ারে পতনে চমকে গিয়েছেন সবাই।

আরো পড়ুন: পরীক্ষায় ভা’লো নম্বর পেলেই ডেটিংয়ের সু’যো’গ! নিজেই প্রশ্ন তৈ’রি করেন এই যুবতী

এই শেয়ার পড়তে পড়তে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছে এই কোম্পানির শেয়ার। 62% পতন দামে। শেয়ারের দামে এতটা পতনই উদ্বেগ বাড়াচ্ছে বিনিয়োগকারীদের।

সর্বনিম্ন স্তরে দাম নেমে যাওয়ায় এক বাজার বিশেষজ্ঞের বিশ্লেষণ, এই অবস্থায় কোনও স্টক যদি কেউ কিনে থাকেন– তবে তাঁর আখেরে ক্ষতিই হবে।