সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্কিন সী’মা’ন্তে এক শিশু সমেত চার ভারতীয়র দেহ উ’দ্ধা’র, উ’দ্বে’গ প্র’কা’শ বিদেশমন্ত্রীর

এই ঘটনা অবাক করছে সবাইকে, মার্কিন সীমান্তে এক শিশু সহ চার সদস্যের মৃত্যু হল ঠান্ডায় জমে। যা নিয়ে দারুণ উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এমন ঘটনা কি করে হতে পারে, এর প্রশ্ন করেছে আমেরিকার কাছে। মনে করা হচ্ছে হয়ত পাচারকারীর হাতে পরেই তাদের এই অবস্থা হয়েছে।ইতিমধ্যেই মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। ৪৭ বছরের স্টিভ শ্যান্ড নামে এই পাচারকারীকে গ্রেফতার করে সমস্ত ব্যাপার জানার চেষ্টা করা হচ্ছে। অনুমানে এটাই বলা হচ্ছে,পাচারের জন্য এই ভারতীয়কে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কোনও কারণে তাদের ফেলেই পালায় পাচারকারীরা। ঠান্ডায় জমে পরে তাদের মৃত্যু হয়, যার মধ্যে ছিল একটি শিশুও।

দারুণ ভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর। তিনি টুইট করে জানিয়েছেন, একটি শিশু সহ চারজন ভারতীয়ের মৃত্যু হয়েছে, মার্কিন সীমান্তে, ভারতের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নাকি দুই দেশের প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। এমনকি দুই দেশের রাষ্ট্রদূতের সাথে বিদেশ মন্ত্রকের যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে।
পরে যখন সেই ৪ জনের মৃত দেহকে উদ্ধার করা হয়, তখন আমেরিকার সীমান্ত রক্ষীরা লক্ষ্য করে, আরও ৫ জনের মতো মানুষ যেই পথ দিয়েই হেটে আসছে। তারাও ভারতীয়। সেই ভারতীয়দের সাথে ছিল ব্যাকপ্যাক, যেখানে মৃত ব্যক্তিদের জিনিসপত্র পর্যন্ত ছিল। এতে স্পষ্ট যে, হয়ত তারা কোনোভাবে দলছুট হয়ে পরেছে।

এই সমস্ত ভারতীয়দের কোনও নথীপত্র ছাড়াই আমেরিকায় প্রবেশ করাচ্ছিল স্টিভ, আর সেইখান থেকেই তাদের গ্রেফতার করা হয়। ৪ জনের মৃত্যু নিয়ে রায়টার্সের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়, আর সেখানে জানানোহয়, ৪০ ফুট উচু এলাকায় তাদের দেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তারা ঠান্ডায় জমে মারা গেছে। যেখানে তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রীতে থাকে, সেইসব কিছু তাদের পার হতে হয়েছে, আর যার কারণেই তারা ঠাণ্ডা সহ্য করতে না পেরে, এই মৃত্যুর শিকার হয়েছে।