সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঙ্কিপক্সে আ’ক্রা’ন্তে’র সংখ্যা বাড়তেই ”সে”””””ক্স” পার্টনারের সং’খ্যা কমানোর আ’র্জি জা’না’লো WHO

করোনার পর এবার মাঙ্কি পক্স, এই নিয়ে দারুণ আতঙ্কের সৃষ্টি হয়েছে। হুঁ এর তরফ থেকে ইতিমধ্যেই এই মাঙ্কি পক্সকে মাথা ব্যাথার কারণ বলেই দায়ী করেছে। অর্থাৎ এই মাঙ্কি পক্স ও দারুণ ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে, এর জন্য এখনই যে সতর্কতার প্রয়োজন সেটা তারা জানিয়েছে। ইতিমধ্যে বিশ্বের ৭৮ টি দেশে ছড়িয়ে পরেছে এই মাঙ্কি পক্স।

বিশ্বের মোট আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে এখন ১৮ হাজারের বেশী। তাই নজর দেওয়ার কথা বলা হয়েছে। কোনোভাবেই এই মাঙ্কি পক্সকে হালকা ভাবে নেওয়া যাবে না।এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতেও এই মাঙ্কি পক্স ইতিমধ্যে ছড়িয়ে পরেছে, মোট ৪ জনের দেহে এই রোগ লক্ষ্য করা গেছে।তার মধ্যে ৩ জন কেরলের ও ১ জন দিল্লির। তবে দিল্লির ব্যক্তির কোনো বিদেশ ভ্রমণের খবর নেই।

জানা যায় মানালিতে স্ট্যাগ পার্টির পরই তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হন জ্বরের উপসর্গ নিয়ে। গত মে মাস জুড়ে বিশ্ব জুড়ে মাঙ্কি পক্সের দাপট শুরু হয়েছে।

আরো পড়ুন: অপসারিত পার্থ, পরিবর্তে কে পেলেন দা’য়ি’ত্ব? বড়ো ঘো’ষ’ণা মমতার

বিশেষ করে হু জানিয়েছেন, পুরুষদের মধ্যেই এই সংক্রমণ বেশী লক্ষ্য করা যাচ্ছে। তাই ‘স’ঙ্গ”’ম”’স”’ঙ্গী’র সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মাঙ্কি পক্সের ঝুঁকি কমানোর একটি বুদ্ধি রয়েছে, যেটা হল ঝুঁকির রাস্তা থেকে সড়ে আসা।

নিজের জন্য ও অপরের জন্য ভালো পথ এখন একটাই ”’সে”””””ক্স””’ ‘পার্টনারের সংখ্যা কমানো। এই বার্তা তাদের জন্য যে সমস্ত পুরুষ তাদের পুরুষ স”ঙ্গী”দের সাথে সঙ্গমে লিপ্ত হয়।

যাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই বেশী বলে মনে হয়, তাদের উদ্দেশ্যে বার্তা তারা ভ্যাকসিন নিন দ্রুত। বিশ্ব এখন এক আপাৎকালীন পরিস্হিতির মুখে দাঁড়িয়ে রয়েছে, ফলে সতর্কতা অবলম্বন একমাত্র পথ।