সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গমের দা’ম আচমকাই বে’ড়ে গে’লো! জানুন নতুন রেট

বাজারে এখন গমের দাম ঊর্ধ্বমুখী, প্রায় ১৪ শতাংশ হারে দাম বেড়েছে গমের। এই দাম বাড়ার কারণ হলো বৃষ্টি, তবে গমের দাম বেড়ে যাওয়ার পেছনে আরেকটি বিশেষ কারণ হলো সুজি,বিস্কুট, ময়দা জাতীয় খাবার গুলির প্রস্তুতের জন্য গমের চাহিদার সবসময় মিলমালিকদের অনেক বেশি থাকে।

জানা গেছে উত্তর ভারতের গমের দাম কুইন্টাল পিছু আগে ছিল ২,২৬০ টাকা থেকে ২,২৭০ টাকা পর্যন্ত যেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৩০০ থেকে ২,৩৫০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী এবং বিভিন্ন বড় বড় কোম্পানিরা ইতিমধ্যেই যতটা সম্ভব গম তারা মজুত করে রাখছেন, কারণ আগামী দিন যত যাবে ততই গমের দাম আরো বাড়বে।

বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় কোম্পানিগুলো গম মজুত রেখে থাকলেও উল্টোদিকে ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ সমস্যা সৃষ্টি হচ্ছে কারণ তাদের ক্ষেত্রে ইতিমধ্যেই গমের স্টক শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মিলমালিকদের গম সরবরাহ করা যাচ্ছে না।

আরো পড়ুন: বাবা জার্মান নাগরিক ও মা বাঙালি, কিন্তু দিয়া ব্যবহার করেন মুসলিম পদবি, জানুন কারণ

এই বিষয়ে রোলার ফ্লোওয়ার মিলারস অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট জানিয়েছেন, যত দিন যাচ্ছে তত গমের দাম বেড়ে চলেছে, যার কারণে গম সরবরাহের ক্ষেত্রে বিশেষ সমস্যা এসে দাঁড়াচ্ছে। এই সমস্যার কারণে তেলেঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই খাদ্যদ্রব্য বিতরণের ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে।

এ বিষয়ে খাদ্যমন্ত্রী পিয়ুষ গোয়াল জানিয়েছেন, এপ্রিল এবং মে মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অনুযায়ী তেলেঙ্গানা বাসীদের তেলেঙ্গানা সরকার সঠিকভাবে পরিমানমতো খাদ্যদ্রব্য বন্টন করতে পারেননি। তিনি জানিয়েছেন, এপ্রিল এবং মে মাসে পর্যাপ্তভাবে স্টক তুলে রাখা হলেও সেই পরিমাণ বিতরণ গরিবদের মধ্যে করা হয়নি। যার ফলে, এই সুবিধা থেকে গরিব, দরিদ্র মানুষেরা বঞ্চিত হয়েছেন।