সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাণী’র ব্য’ব’হা’র ক’রা পু’রো’নো টি ব্যা’গে’র দা’ম উ’ঠ’লো ১২ হা’জা’র ড’লা’র!

রাণীর ব্যবহার করা পুরোনো টি ব্যাগের দাম উঠলো ১২ হাজার ডলার!

রাণী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, যেটা নিয়ে পুরো ইংল্যান্ড শোকস্তব্ধ। তবে টানা ৭০ বছর ধরে ব্রিটেনের আসনে বসেছেন রাণী, এই রাণী প্রথম যিনি কিনা সেনাবাহিনীতেও কাজ করেছেন। তার অনুপস্থিতি ভোলার মতো না তাই এবার স্মৃতিবিজাড়িত জিনিস কেমন দূর্মূল্য হতে পারে সেটা আন্ডাজ করাই যাচ্ছে। কিন্তু তাই বলে এটা?

আজ্ঞে হ্যা রাণীর ব্যবহার করা টি ব্যাগ যেটার বাজার মূল্য ১২ হাজার ডলার, শুনে হয়তো একটু অবাক লাগছে কিন্তু ঘটনা সত্যি। ঘটনাটির বয়স প্রায় ২৪ হয়ে গেছে, শোনা যায় একবার নাকি প্রাসাদের বাইরে বসে রাণী চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন কিন্তু তার ব্যবহার করা টি ব্যাগ নাকি পাচার হয়ে গিয়েছিল বিদেশে, এবার রাণীর মৃত্যু হয়েছে, সেই টি ব্যাগ ঠিক যথাস্থানে ফিরে এসছে ও সাথে নিজের দাম বাড়িয়ে ৯ লক্ষ টাকা করে নিয়েছে।

সম্প্রতি ই কমার্স সাইটে সেই টি ব্যাগ নিলামের জন্য তোলা হয়েছে। রাণির মৃত্যুতে দারুণ ভাবে শোকাহত মানুষজন, বিশেষ করে ব্রিটেনের বহু জায়গায় শোক পালন করা হয়েছে, জ্বালানো হয়েছে মোমবাতি। ইতিমধ্যে কিছুদেশ তো শোকদিবসের কথাও জানিয়েছে। তবে রাজ পরিবারের নিয়ম অনুযায়ী শাসক ছাড়া আসন রাখা চলবে না, তাই রাণীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে তার ছেলে চার্লস ৭৩ বছর বয়সে রাজা হলেন।

এখন সবার মনে একটা প্রশ্ন উঠতে বাধ্য, কিভাবে এত বছর পুরোনো টি ব্যাগ নিলামে উঠল? মার্কিন ই কমার্স সাইট সম্প্রতি কেওটি বিজ্ঞাপন দিয়েছে সাথে প্রমাণও দিয়েছে সেই টি ব্যাগ রাজ পরিবার থেকেই সংগ্রহ করা। এবার সেটা কিনতেই দারুণ ভাবে ভিড় উপচে পরেছে, সাড়ে ৯ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে, এদিকে আবার পূর্নাংগ একটি রাণীর মোমের মূর্তিও নিলামে উঠেছে যার দাম উঠেছে ১২ লক্ষ টাকা।।