সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো কিছু না জেনেই আয়কর দ’প্ত’রে’র মেসেজে ক্লি’ক করছেন? নতুন জালিয়াতি চ’ক্র স’ক্রি’য়, জেনে নিন

দিন প্রতিদিন অনলাইন জালিয়াতির নিত্য নতুন ফন্দি আঁটছে প্রতারকেরা। কখনো ব্যাংকে কেওয়াইসি আপডেট করা নিয়ে, কখনো আবার মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে, করো না কোন উপায়ে এর সাধারণ গ্রাহক এর অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এখন আবার আয়কর বিভাগের নাম করেও প্রতারণার নতুন পথ বেছেছে তারা। এই প্রতারণায় পা দিলেই গ্রাহকের একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

আয়কর বিভাগের নাম করে প্রথমে গ্রাহকের মোবাইল ফোনে মেসেজ পাঠানো হচ্ছে। যারা সেই মেসেজের সাড়া দিচ্ছেন তাদের সমূহ বিপদ। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম গ্রাহকদের এমন প্রতারণামূলক মেসেজ এর হাত থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, আয়কর বিভাগের নাম করে কোনো লিঙ্ক পাঠানো হলে তাতে যেন ভুলেও কেউ ক্লিক না করেন। আয়কর রিটার্ন জমা করা নিয়ে গ্রাহকের কাছে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে জালিয়াতরা। এই রাজ্যেও এমন অভিযোগ মিলছে ভুরি ভুরি। প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতরা বানিয়ে ফেলেছে ফিসিং ম্যালওয়্যার।

আবার বেশ কিছু ক্ষেত্রে রিফান্ড করার নাম করেও চলছে জালিয়াতি। ইতিমধ্যেই সারা দেশের প্রায় ২৭টি ব্যাংকের প্রচুর অ্যাকাউন্টে হানা দিয়েছে এই জালিয়াতরা। আই কার্ড দপ্তরের নাম করে এমনভাবে ওয়েবসাইট বানানো হচ্ছে যে ওয়েবসাইট দেখে বোঝার উপায় নেই সেটি আসল না নকল। প্রতারকেরা আয়কর রিটার্নের নাম করে গ্রাহকদের দিয়ে একটি ফর্ম পূরণ করাচ্ছে। সেখানেই নাম, আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানা, জন্মের তারিখ, মোবাইল নম্বর, ই মেল অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তার আইএফএস কোড, এটিএম কার্ড নম্বর ও কার্ডের যাবতীয় তথ্য হাতিয়ে নিয়ে চলছে প্রতারণা।