সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দা’ম বা’ড়’লো TATA-র গাড়িগুলোর, ফেব্রুয়ারি থেকেই বা’ড়’ছে গাড়ি কে’না’র খরচ

অনেকটাই দাম বাড়ানো সিদ্ধান্ত নিল টাটা মোটরস। বলা চলে মারুতি সুজুকির পথে পা বাড়ালো তাঁরাও । এ বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসেই গাড়ির দাম বাড়িয়েছিল মারুতি সুজুকি। এবার টাটা মোটর ঘোষনা করল আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বিভিন্ন গাড়ির দামের উপরে ১.২% বাড়াতে চলেছে।

অপরদিকে মারুতি সুজুকি তাঁদের গাড়ির দাম ১.১ শতাংশ বাড়িয়েছিল অর্থাৎ মারুতির থেকে বেশ অনেকটাই দাম বাড়িয়ে দিল টাটা মোটরস। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তাঁরা বলেছেন গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং উৎপাদনের মূল্য বৃদ্ধির কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

তবে গাড়ির মডেল এবং ভেরিয়েন্ট এর উপরে মূলত এই মূল্য বৃদ্ধি ধার্য করা হবে অর্থাৎ মারুতি সুজুকিকে কোণ ঠাসা করতে মরিয়া টাটা মোটরস। তার জন্যই বেশ কয়েক বছর ধরে টাটা তাদের নিত্যনতুন মডেল বের করেন। যেমন টাটা সাফারি, টাটা নিক্সন, টাটা পাঞ্চ, টাটা হেরিয়ার ইত্যাদি।

আরো খবর: পোল্ট্রি ফার্মের সামনে তিনটি ট্রাক এসে দাঁ’ড়া’লো, শুরু হলো লু’ঠপা’ট, ৩০ লক্ষ টাকার মুরগি গা’য়ে’ব

তবে এই বিভিন্ন গাড়ির মডেলেরই দাম বৃদ্ধিকে কেন্দ্র করে গুঞ্জন শোনা গেছে যে এক বছরের ভেতর একাধিকবার দাম বাড়ানোর কারসাজি চলছে গাড়ি সংস্থাগুলির। মূলত এটি কোভিড ১৯এর পরবর্তী সময় থেকেই দেখা গিয়েছে, যে কারণে এবারের মূল্য বৃদ্ধিকে অনেকেই নিয়মমাফিক বলেই মনে করছেন।

তবে এখনো সংস্থার পক্ষ থেকে বিস্তারিত ভাবে জানানো হয়নি। তবে ইতিমধ্যে এমন খবর ভাইরাল হওয়ার পর টাটা মোটরসের শেয়ারের দাম এক লাফে অনেকটাই ঊর্ধ্বমুখী। প্রায় ৬.২৫ শতাংশ বেড়েছে, যে কারণে দিনের শেষে টাটা মোটরসের শেয়ারের দাম হয়েছে ৪৩৮ টাকা থেকে ৪৪৫.২৫ টাকায়।