সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একলাফে বা’ড়’লো পেট্রোল ও ডিজেলের দাম, লিটারে ৩৫ টা’কা দাম বৃ’দ্ধি

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই, দেশের আর্থিক পরিস্থিতি খুবই মন্দা। তার কারণেই সর্বত্র মূল্যবৃদ্ধি। আর ঠিক এই সময়ের মধ্যেই গতকাল রবিবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার টেলিভিশন বার্তায় জানিয়েছেন, পেট্রল ও ডিজেলের দাম ৩৫ টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল রবিবার থেকেই এই নতুন দাম লাগু করা হবে বলে জানানো হয়েছে। শুধু পেট্রোল ডিজেল নয় ,যার সাথে কেরোসিনের দামও বৃদ্ধি পেয়েছে । মূল্যবৃদ্ধির পর জ্বালানির দাম বেড়ে হয়েছে পেট্রলের নতুন দাম হচ্ছে ২৪৯.৮০ প্রতি লিটার, হাই স্পিড ডিজেলের দাম ২৬২.৮০ কেরোসিন তেলের দাম ১৮৯.৮৩, লাইট ডিজেল তেলের দাম ১৮৭ প্রতি লিটার।

এই মূল্যবৃদ্ধি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ জানিয়েছে , আইএম এফের তরফ থেকে যে শর্ত আরোপ করা হয়েছে সেই শর্ত মতোই এবার চলতে হবে । তার জন্য তার দল ও দলের কর্মীরা সমস্ত কথা মতোই কাজ করতে প্রস্তুত।

আরো খবর: যত ব’ড়ো বি’প’দ’ই হো’ক না কেন! হনুমানজির কৃপায় এই ৪ রাশির সং’ক’ট বারবার দূ’র হয়ে যায়

ইমরান খানের জমানাতেই পাকিস্তান ৬ বিলিয়ন মার্কিন ডলারের আইএমএফ কর্মসূচিতে অংশ নিয়েছিল, সেটাই এবার বৃদ্ধি পেয়েছে আর সেটাই এখন বৃদ্ধি পেয়ে ৭ মার্কিন ডলার হয়েছে।

এখন আগামী ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আইএমএফের টিম ইসলামাবাদে আসতে পারে বলে খবর শোনা যাচ্ছে, তবে এখন তারা এসে কি কার্যকলাপ করে সেটা বলা মুশকিল। তবে ইতিমধ্যেই অন্যসবের দাম বৃদ্ধি পেয়েছিল ঠিকই কিন্তু জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া নিয়ে সরব হয়েছে দেশের মানুষ জন।