সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দল খু’শি নয় নুসরত-মিমির পারফরমেন্স নি’য়ে, দুই সাংসদের বি’রু’দ্ধে ক’ড়া প’দ’ক্ষে’পে’র ই’ঙ্গি’ত

মিমি নুসরাত এর ওপরে ক্ষুব্ধ তৃণমূল, কিন্তু কেন? এই প্রশ্ন করতেই বেরিয়ে আসছে উত্তর। জানা যাচ্ছে যে তৃণমূলের সংসদীয় বৈঠকে উপস্থিত নেই দুজনে, এমনকি সংসদীয় বিক্ষোভ অবস্থানেও নেই তাদের দেখা। এই সমস্ত কর্মকান্ডের জন্য তৃণমূল খুবই ক্ষুব্ধ তাদের ওপর। ইতিমধ্যেই নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল সাংসদ জানিয়েছেন, তাদের নাকি শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তবে কিন্তু এখানেই শেষ নয়,তাদের এই কার্যকলাপের বিরুদ্ধে যে একটি বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবে তৃণমূল ,তার কিন্তু স্পষ্ট। এমনটাই খবর মিলছে সূত্রের মাধ্যমে।

আরও জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী এই দুইজনের কাজে একেবারেই খুশি নয় তৃণমূল। তবে হ্যাঁ তাদের পুনরায় কাজে ফেরার জন্য ও ভুল ত্রুটি দূর করার জন্য, একটি সুযোগ দিতে চায় তৃণমূল। কিন্তু এরপরেও যদি তাদের সংসদীয় বৈঠকে উপস্থিতি না দেখা যায় ও দলের কোন কাজেই তাদের না পাওয়া যায়, তাহলে আগামীতে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

আগামীতে তৃণমূলের জন্য রয়েছে এক বড় পরীক্ষা, আর সেই প্রস্তুতি চলছে জোড় কদমে। কিন্তু এইসব প্রস্তুতিপর্ব দেখা যাচ্ছে না দুই সাংসদকে। কিছুদিন আগেই দিল্লিতে এক সংসদীয় বৈঠক করে তৃণমূল, আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের জন্য নিয়ম বিধি বেঁধে দেয়। এদিকে আবার শীতকালীন অধিবেশনে দলের গতিবিধি কি হবে ? সেটা নিয়েও বিভিন্ন আলাপ-আলোচনা ও পরিকল্পনা করে দল। কিন্তু সেখানেও মিমি ও নুসরাত এর দেখা পাওয়া যায় না। আর তাদের এই গরহাজিরা নিয়ে উঠতে থাকে বিভিন্ন প্রশ্ন। ইতিমধ্যেই দলের তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হয় তাদের, সেই নোটিশের মাধ্যমে জানানো হয়, দলের প্রত্যেক সংসদের জন্য একই বিধিনিষেধ। এমন নয় যে তারকা বলেই আলাদা কোনো ছাড় দেওয়া হবে তাদের।