সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বি’ছে’র এক লি’টা’র বি’ষে’র দা’ম ৭৫ কো’টি টা’কা! জা’নে’ন কে’ন? দে’খে নি’ন

এই বিছের এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা! জানেন কেন? দেখে নিন

নীলচে কাঁকড়াবিছে ছবিতে দেখতে ভাল লাগলেও; আদতে এটি খুবই ভয়ানক। কিউবায় পাওয়া যায় এই প্রজাতির বিছে।

দেখতে সুন্দর হলেও এই বিছের বিষও মহামূল্যবান। এই বিছের এক লিটার বিষের দাম ৭৫ কোটি টাকা। যা তাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণের বেশি। তাইল্যান্ডের শঙ্খচূড়ের এক লিটার বিষের দাম ৩০ কোটি টাকা।

নীল বিছের বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয় এই কারণেই। এই বিছের বিষ থেকে ভিডাটক্স নামের একটি ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যানসারের চিকিৎসায় ব্যবহার হয়। এই বিষে পঞ্চাশেরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কম এখনও পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে। এই বিষের গুণ প্রকাশ্যে আসতেই চাহিদা বেড়েছে হু হু করে। এই বিষ থেকে আরও কোনও দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কি না তা নিয়েও গবেষণা চলছে নিরন্তর।

ইজরায়েরেল তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেরল গুরেভিজ জানিয়েছেন, এই বিছের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলি প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের দাবি অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে।