সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১টি বালিশের মূল্য ৪৫ লাখ টা’কা, জানুন এত দা’ম নেওয়ার কারণ

আপনি জীবনে কতদামী বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছেন? ঘুম টা মানুষের শান্তির জায়গা। সারাদিনের ক্লান্তি আমাদের ঘুমই কিন্তু দূর করে দেয়। মন ভালো করে দেয় ঘুম তাঁর সাথে শরীরও।

এই বার সেই ঘুমকে দুচোখ ভরে আনার জন্য কত টাকা খরচ করেন? এই শান্তি উপভোগ করার জন্য আপনি এখনও পর্যন্ত কত টাকা খরচ করেছেন? শুনে অবাক হচ্ছেন? ঘুম আসতে আবার টাকা লাগে নাকি? অবশ্যই, আমরা অনেকেই বালিশ ছাড়া ঘুমাতে পারি না, তাই ঘুমানোর জন্য বালিশ বাধ্যতামূলক।

তাহল এবলা যেতেই পারে সেই ঘুমের সাথে বালিশের একটা সম্পর্ক রয়েছে। তাই বলা হচ্ছে কত দামী বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছেন? যা আপনার শান্তিকে, ঘুমকে আরও সুখময় করে তোলে। সম্প্রতি নেদারল্যান্ডসের জনৈক ফিজিওথেরাপিস্ট বহু গবেষণায় এক বালিশ তৈরি করেছেন, যেটা নাকি বর্তমানে পৃথিবীর সবথেকে মূল্যবান বালিশ।

আরো পড়ুন: ক্যাপ্টেন থে’কে BCCI প্রেসিডেন্ট, এরপর কি করবেন ভবিষ্যতে? কি বললেন সৌরভ?

নাম রাখা হয়েছে সেই বালিশের টেলরমেড পিলো, যার দাম শুনলে হয়তো একেবারেভিমড়ি খেয়ে পরতে পারেন, দাম রাখা হয়েছে ৪৫ লক্ষ টাকা।

আজ্ঞে হ্যা, আপনি ঠিকই শুনছেন একটি বালিশের দাম ৪৫ লক্ষ টাকা। এই নিয়ে খুব গর্বের সাথেই এক ডাচ ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, টানা ১৫ বছরের গবেষনার ফল এই বালিশ।

এই বালিশে মাথা দিলেই আপনার মানসিক ও শারীরিক সমস্যা দূর হয়ে যাবে। যারা কিনা ইনসোমনিয়াতে ভোগেন, তাঁদের জন্য এই বালিশ দারুণ উপকারী।

এই বালিশের মধ্যে নাকি মিশরের তুলো রয়েছে, যে তুলো জগত বিখ্যাত। শুধু কি তুলো? তা কিন্তু নয় এর মধ্যে রয়েছে রোবোটিক মেশিন। তাঁর সাথে আবার তাল মিলিয়েছে মালবেরি সিল্কের কাপড় ও নন টক্সিক ডাচ ফোম।

তাহলে এই সবের দামই কি ৪৫ লক্ষ টাকা? আসলে জানা গেছে এই বালিশের তুলো , সিল্ক ও ফোমের সাথে রয়েছে মণিমুক্ত, এক কথায় এটি রাজার বালিশ।

২৪ ক্যারেট সোনা রয়েছে এই বালিশে, এখানেই শেষ নয় সাথে হিরে, চুণি, নীলকান্তমণি। একদিকে বিজ্ঞানের মেলবন্ধন একদিকে সাজসজ্জা। সব মিলিয়ে এই বালিশের দাম ৪৫ লক্ষে পৌঁছেছে।