সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্যাপ্টেন থে’কে BCCI প্রেসিডেন্ট, এরপর কি করবেন ভবিষ্যতে? কি বললেন সৌরভ?

সবাই তো ক্রিকেট খেলে, কিন্তু তাঁর মতো ইতিহাস গড়তে পারে কয়জনে? একজন সাধারণ ক্রিকেটার থেকে শুরু করে সর্বকালের অসাধারণ ক্যাপটেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিশ্চয়ই মুখের কথা নয়।

তাঁর পথচলা কিন্তু এখানেই শেষ নয়, তাঁর সাথে খেলার পর ক্রিকেট প্রশাসনের হয়ে কাজ করা, সি এ বি সচিব তারপরে সিএবি সভাপতি। এই সমস্ত কিছু পার করে তিনি কিন্তু এখন বিসিসি আই প্রেসিডেন্ট। অবশ্য এর মাঝে তিনি আই পি এলে দিল্লির মেন্টর হিসেবে ছিলেন।

ক্রিকেটের সমস্ত স্তরেই তিনি কাজ করেছেন, তিনি কে বলুন তো? কে আর হবে আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। তবে এখানেই কি তিনি থেমে থাকতে চায়? এই নিয়ে তাকে বহুবার প্রশ্ন করা হয়েছে। কিন্তু তিনি তাঁর আগামী ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছে।

আরো পড়ুন: প্রাথমিক স্কুলে ক’বে হবে পরীক্ষা? কি ব’ল’লো শিক্ষা সংসদ

এখন তাকে প্রচুর বিজ্ঞাপনে দেখা যায়, তাঁর সাথে জি বাংলায় জনপ্রিয় শো দাদাগিরিতেও হোস্ট হিসেবে দেখা যায়। যেখানে তাঁর জীবনের আরেকটি দিক ফুটে উঠেছে। কিন্তু ক্রিকেট থেকে দূরে চলে আসার পর এই সফলতা, এটা কয়জন পায় যেটা দাদা পেয়েছে। অবশ্যই তাঁর এই পথচলা সহজ ছিল না।

একটা সময় অনেকেই তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এখন তারাই আবার দাদার পক্ষে কথা বলছে। কিন্তু সৌরভ গাঙ্গুলির রক্তে ক্রিকেট, তাই তাকে খেলা থেকে দূরে রাখা, মাঠ থেকে দূরে রাখা সম্ভব নয়।

এখন তিনি বিসিসি আই এর প্রেসিডেন্ট, এটার পরে তিনি কি করবেন জীবনে? তাঁর সামনে কিন্তু আই সিসির চেয়ারম্যান হওয়ার রাস্তাও খোলা হয়েছে।

এদিকে আবার রাজনৈতিক দল তাকে নিজেদের নিজেদের দলে টানার চেষ্টা করছে। এই সবের মাঝে তিনি নিজে কি করতে চায়? তিনি এই সব নিয়ে স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী সময়ে কোনো এক আই পি এল দলের মেন্টর হিসেবে দেখা যেতে পারে তাকে।

তিনি আরও বলেন, আগামী কার জন্য কি উপহার রেখে দিয়েছে সেটা বলা মুশকিল। ক্রিকেট প্রশাসনে আসব সেটা কখনই ভাবি নি। সেপ্টেম্বরের পর বিসিসি এই এর সভাপতি পদে থাকব কিনা তাও জানি না। কিন্তু আমি মাঠের লোক, তাই মাঠে থাকতেই বেশী স্বাচ্ছ্যন্দ বোধ করব।