সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিম-চিকেনের দাম ক’ম’তে চলেছে অনেকটাই, ক’ড়া নির্দেশিকা জা’রি কেন্দ্রের

মধ্যবিত্তের মুখের হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে। কেন্দ্রীয় সরকারের সূত্র মারফত খবরে যা জানা গেছে তা হল, নতুন নিয়ম আসতে চলেছে যে নিয়মে জুন মাস পর্যন্ত সয়াখালি প্রসেসর, মিল মালিক, প্ল্যান্ট মালিকরা মাত্র ৯০ দিন বা তিন মাসের উৎপাদন স্ট্ক করতে পারবে। কেন্দ্রীয় সরকারের আরও দাবি এই মজুদের পরিমাণ বেঁধে দিলেই ডিম – মুরগির দাম কমবে।

যার ফলে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও এটি। এই মজুতের সীমাবদ্ধতা ৩০ শে জুন ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে। ডিসেম্বর মাসেই এই নির্দেশ দেয়া হয়েছে, এখন পোল্ট্রি ডিমের দাম ৬:৩০ টাকা থেকে ৭ টাকা প্রতি পিস। তবে মনে করা হচ্ছে এই নির্দেশের পর প্রতি পিস ডিমের দাম ৫ টাকায় নেমে যেতে পারে, কারণ যেখানে বাজারের শাকসবজি মুরগির মাংসের আকাশছোঁয়া দাম, তাতে রোজকার ডাল ভাত রুটি চালাতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে।

তাই কেন্দ্রীয় সরকারকে এহেন সিদ্ধান্ত নিতে হয়েছে। যাতে কোনো ব্যবসায়ী জুন মাস পর্যন্ত নির্ধারিত পরিমাপের চেয়ে বাড়তি মজুত রাখতে না পারে, এবারে বলা যায় ডিম, চিকেন এবার অনেকটাই সস্তায় পেতে পারেন মানুষ। এবার থেকে নির্ধারিত স্টোরেজের স্পেসও জানিয়ে দিতে হবে মালিককে। সরকারি রেজিস্ট্রিকৃত কোম্পানি, ব্যবসায়ী ও ব্যক্তিগত চৌপাল ঘোষিত স্টোরেজ স্পেস সহ সর্বাধিক ১৬০ টন মজুত রাখতে পারবি ব্যবসায়ীরা।

সেই সীমালংঘন করলেই খাদ্য মন্ত্রণালয় জানাতে হবে এবং কেন্দ্রীয় সরকারের পোর্টালগুলি নিয়মিত এই তথ্যগুলি পরীক্ষা করবে, যার ফলে কালোবাজারি বন্ধ হওয়ার একটা সম্ভাবনা। যাতে অত্যাবশ্যকীয় পণ্যতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির না হয়, সেই দিকেই রাশ টানতেই এহেন সিদ্ধান্ত।