সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিকেনের দা’ম ফের ২০০ পার, আগুন লে’গে’ছে মাছ বা’জা’রে

মাছ মাংসের দামে ফের আগুন, দিনের পর দিন সব কিছুরই দাম বৃদ্ধি পাচ্ছে যেটা সাধারণ মানুষের জন্য খুব একটা ভালো কথা নয়। কলকাতা শহরে ফের বৃদ্ধি পেয়েছে মাছ মাংসের দাম। গত কয়েকমাস ধরেই এই দাম বেড়ে চলেছে, এবার সেখানেই মাংসের দাম অনেকটাই বেড়ে গেল। পুজোর পরে মাংসের দাম ছিল ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে কেজি প্রতি।

কিন্তু সেই দাম বৃদ্ধি পেয়েই এখন ২০০ টাকায় ঠেকেছে।রুই কাতলা মাছের গায়ে যেন আগুন ধরেছে সাধারণ মধ্যবিত্ত বাঙ্গালী হাত দিতেই পারছে না, এবার তার সাথে মুরগীর মাংসেও একই অবস্থা। সবজির দিকে তাকালে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়, বিশেষ করে বাধা কপি ফুলকপি আসার পর থেকেই বাজারে কিছুটা স্বস্তি এসেছে। যদিও আলু এখনো সস্তা হয় নি।

তবে অন্যান্য সবজি গুলো দর নেমেছে কিছুটা। স্বাভাবিক ভাবে শীতের সময় সবজির দাম কিছুটা হলেও কম হয়। ফুলকপি ২০টাকা থেকে ২৫ টাকা পিস ,বাঁধাকপি ৩৫টাকা থেকে ৪৫ টাকা কেজি। জ্যোতি আলু ২৮-৩০ টাকা কেজি, এদিকে আবার চন্দ্রমুখী আলু ৩৬ থেকে ৩৮ টাকা কেজি। পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৪০টাকা কেজি ,কুমড়ো ৪০টাকা থেকে৫০টাকা কেজি।

এদিকে রুই মাছের ২০০-২৪০ টাকা কেজি, কাতলা মাছ ২৬০ থেকে ৩০০ টাকা কেজি।
পাবদা মাছ ৪০০ টাকা কেজি, ভোলা মাছ ২৫০ টাকা কেজি।
ভেটকি মাছ ৭০০ টাকা কেজি, ট্যাংরা মাছ ২৫০-৩০০ টাকা কেজি।
এদিকে গোটা মুরগীর দাম ১৩৫ টাকা কেজি, এমনই মুরগীর মাংসের দাম ২১০ টাকা কেজি।
পাঠার মাংসের দাম ৬৯০ থেকে ৭৩০ টাকা কেজি।